এই জায়গায় এসে প্রশ্ন ওঠে নয়া এই ফিচারের প্রয়োজনীয়তা নিয়ে। সত্যি বলতে কী, যাঁদের আমরা পছন্দ করি না, তাঁদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাখার প্রশ্নই ওঠে না। কিন্তু যাঁরা রয়েছেন, তাঁদের সবার সঙ্গেও সব পোস্ট আমরা ভাগ করে নিতে চাই, এমনটাও নয়। ফলে, ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই কিছু ভাগ করে নেওয়ার মতো একটা ফিচারের দরকার ইনস্টাগ্রামে অনেক দিন ধরেই ছিল। এবার সেই অভাব মিটল বলা যায়।
advertisement
আরও পড়ুন- ভুলেও ‘এই’ ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!
যাঁরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে চান তাঁদের সবার প্রথমে দেখতে হবে যে তাঁদের অ্যাকাউন্টে এই ফিচারটি উপলব্ধ রয়েছে কি না। এর জন্য ব্যবহারকারীদের নিম্নলিখিত কয়েকটি ধাপ মেনে চলতে হবে-
এই ফিচারটি ব্যবহার করার জন্য সবার প্রথমে ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে হবে।
এর পরে একটি সীমিত সংখ্যার বন্ধু বা পরিচিতদের তালিকা তৈরি করতে হবে। ইনস্টাগ্রাম লিস্টের সাজেশন ছাড়াও এতে অন্যান্য বন্ধুদেরও যোগ করা যেতে পারে।
এবারে একটি নতুন রিল বা পোস্ট তৈরি করতে হবে।
এবারে ব্যবহারকারীদের নির্বাচিত অডিয়েন্স নির্বাচন করতে হবে।
কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে সেই পোস্ট, ব্যস।
তবে এই বন্ধুদের তালিকাটি যা-ই শেয়ার করা হোক না কেন, বিভিন্ন ক্ষেত্রে একই থাকবে। ইনস্টাগ্রাম এখনও পর্যন্ত আলাদা ভাবে অন্য পোস্ট বা রিলের জন্য আলাদা আলাদা তালিকা তৈরির কোনও ফিচার আনেনি। যদিও এই ফিচার এসে যাওয়ার পরে এবার আশা করা যাচ্ছে ভবিষ্যতে খুব শীঘ্রই এমন তালিকা তৈরির সম্ভাবনা রয়েছে।