TRENDING:

নেটফ্লিক্সে ক্রিসমাস মুভি দেখবেন? ‘এই’ সিক্রেট কোডগুলো জেনে রাখুন

Last Updated:

Christmas movie- কিন্তু সমস্যা অন্য জায়গায়। নেটফ্লিক্সে হাজার হাজার ছবি রয়েছে। তার মধ্যে নির্দিষ্ট ক্যাটেগরি ধরে সিনেমা বের করাটা যথেষ্ট কঠিন কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রিসমাস সিনেমার বিপুল সম্ভার রয়েছে নেটফ্লিক্সে। ক্রিসমাস কমেডি মুভি, ক্রিসমাস রোম্যান্টিক মুভি, ক্রিসমাস ফ্যামিলি মুভি আরও কত কী! সামনে বড়দিন। ছুটির আমেজে ঘরে বসে সপরিবারে এই সব ছবি উপভোগ করতে পারেন।
News18
News18
advertisement

কিন্তু সমস্যা অন্য জায়গায়। নেটফ্লিক্সে হাজার হাজার ছবি রয়েছে। তার মধ্যে নির্দিষ্ট ক্যাটেগরি ধরে সিনেমা বের করাটা যথেষ্ট কঠিন কাজ। তবে এর উপায়ও আছে। সেটা হল নেটফ্লিক্সের সিক্রেট কোড। হ্যাঁ, এই কোড ধরে সার্চ করলেই নির্দষ্ট ঘরানার সব ছবি চোখের সামনে চলে আসবে।

আরও পড়ুন- ১-২-৩ ঘণ্টা নয়, সাড়ে তিন বছর ট্রেন লেট! কোথায়? কেন? এই ঘটনা শুনলে চমকে যাবেন

advertisement

এখন প্রশ্ন হল, সেই কোড কোথা থেকে পাওয়া যাবে। না, খোঁজাখুঁজি করতে হবে না। এখানেই ক্রিসমাস মুভির সিক্রেট কোডের তালিকা দেওয়া হল। পাশাপাশি সিক্রেট কোড দিয়ে কীভাবে সার্চ করতে হয়, দেখিয়ে দেওয়া হল তাও। ইউজার টিভি, ল্যাপটপ বা স্মার্টফোনেই নির্ঝঞ্ঝাটে দেখতে পারবেন।

এই সিক্রেট কোড দিয়ে সব ক্রিসমাসের সব মুভিই ইউজাররা নেটফ্লিক্সের দেখতে পারবেন। তবে আগামীদিনে কিছু কোড হয় ডিঅ্যাকটিভেট করে দিতে পারে ওটিটি প্ল্যাটফর্ম। এখানে দেওয়া কোনও কোড যদি কাজ না করে তাহলে বুঝতে হবে, নেটফ্লিক্স তা সরিয়ে দিয়েছে।

advertisement

এখানে ক্রিসমাস মুভির জন্য নেটফ্লিক্সের সিক্রেট কোডের তালিকা রইল:

ক্রিসমাস কমেডি মুভি – 1474015

রোমান্টিক ক্রিসমাস ফিল্ম – 1394527

ক্রিসমাস মুভি – 1393372

ফিল গুড রোমান্টিক ক্রিসমাস সিনেমা – 1415060

রোমান্টিক ক্রিসমাস কমেডি মুভি – 1475072

ফেস্টিভ ফেভারিটস – 107985

ক্রিসমাস ফ্যামিলি মুভি – 81622297

ক্রিসমাস চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম – 1474017

advertisement

ইন দ্য মুড অফ হলিডে রোম্যান্স – 81946036

ফিল গুড ক্রিসমাস ফিল্ম – 1418977

ক্রিসমাস ফ্যামিলি কমেডি মুভি – 1393373

ইন দ্য মুড ফর ফেস্টিভ সাউন্ডট্র্যাক – 81946029৷

স্টার্ট ইওর হলিডে হিয়ারস – 81946034

ফেস্টিভ সিজন – 2300352

ফেস্টিভ ফ্যামিলি ফান – 81351538

ফেস্টিভ ফান – 393181

নেটফ্লিক্স কোড দু’ভাবে ব্যবহার করা যায়। কম্পিউটার বা ল্যাপটপে প্রথমে নীচে দেওয়া URL লিখতে হবে। তারপর XXXX-এর জায়গায় কোড লিখতে হবে। যেমন – https://www.netflix.com/browse/m/genre/XXXXX

advertisement

আরও পড়ুন- ‘স্ত্রীর মৃত্যুর কতদিন পর ফের বিয়ে করা যায়’? গুগলে সার্চ করেই ধরা পড়ে গেল খুনি!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আর যারা টিভিতে দেখবেন, তাঁদের নেটফ্লিক্সের সার্চবারে শুধু কোডটা টাইপ করতে হবে। তাহলেই হবে। বেশিরভাগ কোড এভাবেই কাজ করে। তবে কিছু কোড কাজ নাও করতে পারে। যদি কোন সমস্যা হয়, তাহলে অন্য কোড চেষ্টা করে দেখতে পারেন ইউজার

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নেটফ্লিক্সে ক্রিসমাস মুভি দেখবেন? ‘এই’ সিক্রেট কোডগুলো জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল