নিজের বাড়িতে লাগানো Wi-Fi অন্য কেউ ব্যবহার করছে? এমন সমস্যার সম্মুখীন প্রায় সকলেই হয়ে থাকেন। তবে কারও বাড়ির Wi-Fi হ্যাক হয়েছে কিনা তা জেনে নেওয়া খুবই সহজ।
করোনা মহামারীর পর থেকে অনেকেই বাড়ি থেকে কাজ শুরু করেছেন। সে কারণে এখন বেশিরভাগ বাড়িতেই Wi-Fi সংযোগ রয়েছে। কিন্তু সেই সংযোগ নিরাপদ রাখা খুবই জরুরি। এখানে দু’টি খুব দরকারী অ্যাপ সম্পর্কে বলা হচ্ছে। এর একটি সাহায্য করবে কোন ডিভাইসগুলি নিজের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে তা খুঁজে পেতে। অন্যটি সাহায্য করবে আরও ভাল নেটওয়ার্ক পেতে।
advertisement
আরও পড়ুন- বসের ঘ্যানঘ্যানানি! চাকরি করে ক্লান্ত? Instagram-এ উপার্জনের কায়দা জেনে নিন
আমরা বাড়িতে বা অফিসে Wi-Fi সংযোগ গ্রহণ করলে অনেক সময় মনে হয় নেটওয়ার্কের গতি একবার বেড়ে গেল, আবার কমে গেল। ডুয়াল ব্যান্ড নেটওয়ার্কেও একই অবস্থা তৈরি হয়।
এই অবস্থায় ঘরের কোন অংশে কেমন স্পিড থাকছে তা রিয়েল টাইমে জেনে নেওয়া যেতে পারে। এজন্য Google Play Store থেকে WiFi AR নামের অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে।
এই অ্যাপটি ডাউনলোড করলে এটি বেশ কিছু বিষয়ে অনুমতি চাইবে। এর পরে রিয়েল টাইমে দেখা যেতে পারে কোন এরিয়া নেটওয়ার্কের স্পিড কেমন। প্লে স্টোরে এই অ্যাপটি এক মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
এ ছাড়া নিজের নেটওয়ার্কে কোন কোন ডিভাইস যুক্ত করা আছে তা জানতে চাইলে ব্যবহার করতে হবে অন্য একটি কৌশল। কোথাও অন্য কোনও ডিভাইস অজান্তেই নিজের ইন্টারনেট ব্যবহার করছে কিনা দেখে নিতে হলে Fing নামের অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন- ১৮ ডিগ্রি তাপমাত্রায় এসি চালাচ্ছেন? ভুল হচ্ছে, বিদ্যুৎ বাঁচানোর কায়দা শিখে নিন
Android এবং iOS উভয় ডিভাইসেই Fing ইনস্টল করা যেতে পারে। এই অ্যাপটিকেও প্রয়োজনীয় কিছু অনুমতি দিতে হবে। তারপর আপনি নেটওয়ার্কে কোন ডিভাইস যোগ করা হয়েছে তা দেখা যাবে। চাইলে যেকোনও অজানা ডিভাইস সরিয়ে ফেলাও যেতে পারে।