TRENDING:

অ্যাপ ডাউনলোড করার সময় সাবধান, জেনে নিন তাতে ভাইরাসের সমস্যা রয়েছে কি না

Last Updated:

যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে আমাদের এই কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্টারনেট ও স্মার্টফোনের দৌলতে সারা দুনিয়া এখন মানুষের হাতের মুঠোয়। তবে স্মার্টফোন ছাড়া খুব সহজে ইন্টারনেটের সুবিধে এখনও পর্যন্ত তেমন সড়গড় হয়নি। তাই যতই দিন যাচ্ছে স্মার্টফোনের চাহিদা বাড়ছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকিং এবং সাইবার অপরাধের সংখ্যা। এ ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকারক হল ম্যালওয়্যার।
advertisement

এই ম্যালওয়্যারগুলি ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড বা iPhone কোনও লিঙ্ক বা অ্যাপের সাহায্যে প্রবেশ করানো হয়, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই। এই ভাইরাসগুলি আমাদের স্মার্টফোনের অপেক্ষাকৃত দুর্বল নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে এবং তথ্য চুরি করে। এই ম্যালওয়্যারগুলি অ্যান্ড্রয়েড বা আইফোন বা ট্যাবলেটে যে কোনও অ্যাপ বা দূষিত ফাইল অ্যাটাচমেন্টের মাধ্যমে ফোনে প্রবেশ করতে পারে।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

সেই কারণে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেন, কোনও অ্যাপ ডাউনলোড করার সময় বা ইন্টারনেটে ব্রাউজিংয়ের সময় সতর্ক থাকতে। সামান্য একটু ভুল ত্রুটি থেকেই মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যা আমাদের ফোনকে সাইবার হানাদারির হাত থেকে রক্ষা করতে পারবে। তাই Google Play Store App বা App Store থেকে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে এই সতর্কবার্তাগুলি মনে রাখতে হবে।

advertisement

যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে আমাদের এই কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে —

১ ‘অপটিমাইজিং’ বা ‘ক্লিনিং’ অ্যাপ যেমন, Speed Clean, Super Clean, Rocket Cleaner ইত্যাদি অ্যাপ ডাউনলোড না করাই ভালো। কারণ এতে অসংখ্য ভাইরাস থাকে যে গুলি ডিভাইস ক্লিনিংয়ের নামে ফোনে সাইবার অ্যাটাকিং ভাইরাস ছড়িয়ে দেয়।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

advertisement

২ যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ বা ফিডব্যাক দেখে নিয়ে তবেই ডাউনলোড করা ভাল। এর মধ্যেই গত কয়েক মাসে Google এই রকম অসংখ্য অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে, যাদের বিরুদ্ধে ভাইরাস ঘটিত নানা অভিযোগের ঘটনা প্রকাশ্যে এসেছিল।

৩ ডাউনলোড (Download) করার আগে অন্যান্য ব্যবহারকারীদের ডাউনলোড করার সংখ্যা দেখে নিতে হবে।

advertisement

৪ Google Play Store App-এ অ্যাপ ডেভেলপাররা অ্যাপ সংক্রান্ত সমস্ত রকমের তথ্য প্রদান করে। সে ক্ষেত্রে অ্যাপ ডাউনলোড করার পর অপেক্ষাকৃত ভিন্ন অনুমতি চাইলে সেই অ্যাপ ইনস্টল (Install) না করাই ভাল।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

৫ যে সমস্ত অ্যাপ ডেভেলপাররা অ্যাপ ডেভেলপ করেছেন তাদের অন্য অ্যাপের রেটিংস ও ফিডব্যাক দেখার চেষ্টা করা উচিত, এতেও ওই অ্যাপ সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অ্যাপ ডাউনলোড করার সময় সাবধান, জেনে নিন তাতে ভাইরাসের সমস্যা রয়েছে কি না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল