TRENDING:

ট্রাফিক চালান দেওয়া বাকি? অনলাইনে টাকা জমা দেওয়ার পদ্ধতি দেখে নিন

Last Updated:

Traffic challan: ট্রাফিক চালান অনলাইনে পরিশোধের নিয়ম জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারত সরকার কিছুদিন আগে সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য সড়ক নিরাপত্তা আইন কঠোর করার প্রয়াস হিসাবে মোটরযান আইন সংশোধন করেছে।
advertisement

সংশোধিত এমভি আইন ট্রাফিক লঙ্ঘনের জন্য মোটা জরিমানা আরোপ করে এবং এর উপরে কর্তৃপক্ষের কঠোর নজরদারি রয়েছে। ওভার-স্পিডিং, জাম্পিং লাল লাইট, ভুল পার্কিং ইত্যাদির মতো অপরাধের জন্য বিস্তৃত পরিসরের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

আইন লঙ্ঘনকারীদের জন্য একটি ই-চালান জারি করা হয় এবং এসএমএসের মাধ্যমে তাঁদের কাছে এই সংক্রান্ত তথ্য পাঠানো হয়। যাই হোক, অনেক সময় এই তথ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছায় না। অতএব, কারও গাড়ির বিরুদ্ধে কোনও মুলতুবি চালান আছে কি না তা সময়ে সময়ে পরীক্ষা করা ভাল।

advertisement

আরও পড়ুন- Bajaj, Hero, Royal Enfield! ২০২৩ সালে সব থেকে বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে কার?

ট্রাফিক চালান পরিশোধে কোনও বিলম্ব কারাদণ্ড, এমনকি আদালতের হস্তক্ষেপের মতো কঠিন শাস্তিকে আমন্ত্রণ জানাতে পারে। অতএব, সহজ পদক্ষেপগুলি ব্যবহার করে মুলতুবি থাকা ই-চালানগুলি পরীক্ষা করা সর্বদা ভাল। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

advertisement

নিজেদের ট্রাফিক চালান মুলতুবি আছে কি না, তা পরীক্ষা করার উপায় –

– ডেডিকেটেড ওয়েবসাইটে লগ ইন।

– প্রয়োজনীয় তথ্য প্রদান।

– টাকা পরিশোধ।

ডেডিকেটেড ওয়েবসাইটে লগ ইন –

নিজেদের গাড়ির বিরুদ্ধে কোনও মুলতুবি থাকা চালান আছে কি না, তা পরীক্ষা করতে, প্রথমে https://echallan.parivahan.gov.in/-এ লগ ইন করতে হবে এবং ‘Get Challan Details’-এ ক্লিক করতে হবে।

advertisement

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বরের মতো বিশদ বিবরণ সঙ্গে রাখতে হবে, কারণ চালানের বিবরণ পরীক্ষা করার জন্য সেই তথ্য দিতে হবে।

প্রয়োজনীয় তথ্য প্রদান –

ডেডিকেটেড পেজে নিজেদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর বা ইঞ্জিন নম্বরের মতো তথ্য দিতে হবে। ইনপুট এবং যাচাইকরণ কোড দেওয়ার পরে ‘Get Detail’-এ ক্লিক করতে হবে।

advertisement

আরও পড়ুন- হ্যান্ডেল না ধরে মোটরবাইক চালান! হতে পারে বড় জরিমানা, আইন কী বলছে দেখুন

পরবর্তী পেজে নিজেদের গাড়ির বিরুদ্ধে ই-চালানের সমস্ত বিবরণ দেখাবে। সেখানে কোনও মুলতুবি থাকা চালান আছে কি না তা পরীক্ষা করা যেতে পারে। যদি একটি মুলতুবি থাকা চালান থাকে, পোর্টালটি সমস্ত সংশ্লিষ্ট বিবরণ প্রদর্শন করবে, যেমন – সময় এবং স্থান যেখানে অপরাধ সংঘটিত হয়েছিল, ফটো প্রমাণ সহ।

টাকা পরিশোধ –

এবার ক্যাপটা কোড এন্টার করতে হবে। বেছে নিতে হবে নিজের সুবিধামতো পেমেন্টের বিকল্প। পেমেন্ট সাকসেসফুল হলে ট্রানজাকশন আইডি এবং তার কনফার্মেশন চলে আসবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের অফিসিয়াল পেজ থেকেও এই বকেয়া টাকা মেটানো যেতে পারে। সেখানে যাওয়ার পরে অবশ্য পেজ https://echallan.parivahan.gov.in/-এ নিয়ে যাবে। এর পর বাকি পদ্ধতি একই, নতুন কিছু নয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ট্রাফিক চালান দেওয়া বাকি? অনলাইনে টাকা জমা দেওয়ার পদ্ধতি দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল