TRENDING:

Anroid Phone Setting: মোবাইলের স্টোরেজ full, স্পিডে সমস্যা? এই সেটিংস-এ পুরনো ফোন হবে নতুনের মতো

Last Updated:

Techology News: কখনও ফোনের স্পিড কমে যায়, তো কখনও বারবার হ্যাং করে। অ্যাপ খুলতেও অনেকক্ষণ লেগে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফোন ঠিক মতো কাজ না করলেই টেনশন। কী হল রে বাবা! কখনও ফোনের স্পিড কমে যায়, তো কখনও বারবার হ্যাং করে। অ্যাপ খুলতেও অনেকক্ষণ লেগে যায়। অধিকাংশ সময় ফোন পুরনো হয়ে গেলে এমনটা হয়। ছবি, অ্যাপ, ভিডিও, ডকুমেন্টসে ভর্তি মোবাইলে গতি কমে যায়।
advertisement

এই পরিস্থিতি থেকে বাঁচার উপায়? ফোনেই সেটিংস রয়েছে। সেটাই ফোনকে আবার নতুন করে দেবে। হ্যাঁ, ফোন রিসেট করার কথাই হচ্ছে। ফ্যাক্টরি রিসেটের অর্থ হল, ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পর ফোন যেমন ছিল, ঠিক সেরকম হয়ে যাবে। অর্থাৎ একেবারে নতুন।

আরও পড়ুনTech News: আমূল বদলে যাচ্ছে WhatsApp, আপনার ফোন আপডেটেড তো?

advertisement

অ্যান্ড্রয়েড ফোন রিসেটের অনেক সুবিধা রয়েছে। এতে ফোন তো নতুনের মতো হয়ই, অব্যবহৃত অ্যাপও ডিলিট হয়ে যায়। ডিভাইসের স্টোরেজ ফাঁকা হয়। পাশাপাশি কোনও ধরণের ম্যালওয়্যার থাকলে তাও ডিলিট হয়ে যায়।

ফোন রিসেট করার জন্য অ্যান্ড্রয়েডে ‘ফ্যাক্টরি রিসেট’ নামে অপশন রয়েছে। ফোন রিফ্রেশ করতে চাইলে এর থেকে ভাল উপায় আর হয় না। পুরনো ফোন বিক্রি করার আগেই ফ্যাক্টরি রিসেট করা উচিত। তবে হ্যাঁ, ফ্যাক্টরি রিসেট করলে সমস্ত ডেটা উড়ে যাবে। তাই আগে থেকে ব্যাক আপ নিয়ে রাখাই ভাল। এছাড়া ফুল চার্জ দিয়ে রিসেট শুরু করা উচিত। ফ্যাক্টরি রিসেট চলাকালীন ফোনের চার্জ শেষ হয়ে গেলে আবার নতুন করে সব শুরু করতে হবে।

advertisement

আরও পড়ুন Tech News iPhone 16: নতুন আইফোন কেনার প্ল্যান করছেন? মার্কেটে iPhone 16 আসছে, কী চমক থাকতে পারে, জানুন

প্রথম ধাপ – ফোন রিসেট করার জন্য প্রথমে ফোনের সেটিংস খুলতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘সিস্টেম’ অপশনে।

দ্বিতীয় ধাপ – সিস্টেমে ঢুকে স্ক্রোল করলেই রিসেট অপশন আসবে। এবার এই অপশনে ক্লিক করতে হবে।

advertisement

তৃতীয় ধাপ – এবার ক্লিক করতে হবে ‘ইরেজ অল ডাটা’ অপশনে। কিছু ডিভাইসে এই অপশনের নাম ‘ফ্যাক্টরি রিসেট’।

চতুর্থ ধাপ – এরপর পিন লিখতে হতে পারে। তবে সব ডিভাইসে পিন চায় না।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বলে রাখা ভাল, ফ্যাক্টরি রিসেটে ফোনের অভ্যন্তরীন স্টোরেজে খারাপ প্রভাব পড়ে। তাই খুব প্রয়োজন না পড়লে রিসেট করা উচিত নয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Anroid Phone Setting: মোবাইলের স্টোরেজ full, স্পিডে সমস্যা? এই সেটিংস-এ পুরনো ফোন হবে নতুনের মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল