Tech News: আমূল বদলে যাচ্ছে WhatsApp, আপনার ফোন আপডেটেড তো?
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
Change in Whatsapp: WhatsApp-এ এসেছে বিপুল বদল৷ যা নিয়ে বেশ শোরলোগ পড়েছে টেক দুনিয়ায়৷
advertisement
সম্প্রতি এক বড়সড় পরিবর্তন দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন WhatsApp ব্যবহারকারীরা। আসলে অ্যাপের কালার স্কিমে পরিবর্তন দেখা গিয়েছে। যেটা আগে ছিল ট্র্যাডিশনাল ব্লু। তবে এখন দেখা যাচ্ছে WhatsApp-এর কালার স্কিম ভাইব্র্যান্ট গ্রিন হয়ে গিয়েছে। কিন্তু কালার স্কিমে এহেন আকস্মিক পরিবর্তন ব্যবহারকারীদের বিভ্রান্তিতে ফেলেছে। এমনকী তাঁরা এই আকস্মিক পরিবর্তনের কারণও হাতড়ে বেড়াচ্ছেন।
advertisement
WhatsApp-এর গ্রিন থিম নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্তি: অ্যাপে লগ-ইন করার পরেই একাধিক ব্যবহারকারী নতুন গ্রিন থিম দেখে অবাক হয়েছেন। এমনকী পরিবর্তিত এই কালার স্কিম দেখে অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ। বিভিন্ন প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ছে। এক ব্যবহারকারী বলেন, “আরে WhatsApp-কে কে বলেছিল এই সবুজের আইডিয়াটা ভাল??”
advertisement
WhatsApp সবুজ কেন হল?WhatsApp-এর ভিস্যুয়াল অভিজ্ঞতাকে পুনর্গঠনের লক্ষ্যেই মূলত এই সবুজ থিম। যা আপডেট করলেই চলে আসছে। WhatsApp-এর পেরেন্ট কোম্পানি মেটা এই পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছে। এতে ব্যবহারকারীরা আধুনিক এবং আরও অ্যাক্সেসযোগ্য ইন্টারফেস পেয়ে যাবেন। এই আপডেট ধীরে ধীরে ব্যবহারকারীদের মধ্যে বিতরণ করা হবে। সেই সঙ্গে এটাও মনে রাখা জরুরি যে, কোনও অপ্ট-আউট বিকল্প পাওয়া যাচ্ছে না। ব্যবহারকারীরা পুরনো নীল রং পছন্দ করুন কিংবা না করুন, তাঁদের খুব শীঘ্রই সবুজ থিমের ইন্টারফেসই ব্যবহার করতে হবে।
advertisement
iOS ব্যবহারকারীদের জন্য WhatsApp-এর সবুজ রঙের প্রভাব:প্রাথমিক ভাবে এই রূপান্তর iOS ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলেছে। সমস্ত iOS ডিভাইসে WhatsApp-এর গ্রিন ব্যান্ড সংক্রান্ত এই আপডেট এসেছে। এর পাশাপাশি iOS ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে আইকন এবং বাটনের চেহারাতেও পরিবর্তন দেখতে পাবেন। বাটন স্পেসিং অপ্টিমাইজ করে এবং নির্দিষ্ট কিছু উপাদান রিডিজাইন করার মাধ্যমে অ্যাক্সেসযোগ্যতা বাড়ানোই এই পরিবর্তনের লক্ষ্য।
advertisement
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পরিবর্তন:
এমনিতে গ্রিন WhatsApp আইকনে অভ্যস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তাঁরাও কালার টোনের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাবেন। এর সঙ্গে WhatsApp অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও আপডেট ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হল, আরও ভাল অভিজ্ঞতার জন্য ডার্ক মোড উন্নত করা এবং আরও ভাল ভাবে পড়ার জন্য অতিরিক্ত সাদা স্থান যোগ করা। অ্যাপ ইন্টারফেসের মধ্যে ট্যাবের পজিশনিংও উপর থেকে নিচে চলে যাবে। ব্যবহারকারীদের এই নতুন ডিজাইনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে এর মাধ্যমে WhatsApp-এর আধুনিকীকরণ করতে চাইছে মেটা।