নিজেদের কম্পিউটারকে লক করার জন্য Windows 11-এ রয়েছে একটি উন্নত ফিচার, যার নাম হল ডায়নামিক লক (Dynamic Lock)। এই ফিচারটি Windows 10-এও রয়েছে। ডায়নামিক লক ফিচারের মাধ্যমে পেয়ারড ব্লুটুথ ডিভাইজের (Paired Bluetooth Device) দ্বারা কম্পিউটারকে লক করা যায়। নিজেদের কম্পিউটারটি যদি মডার্ন ডিভাইজের হয় তাহলে সেটি Windows 11-এর কম্পিউটারের সঙ্গে পেয়ার করা যাবে। এই ফিচারটির মাধ্যমে শুধুমাত্র লক করা সম্ভব। এর দ্বারা আনলক করা যাবে না। কিন্তু এটি নিজেদের ঘরে অথবা ছোট জায়গার অফিসে কাজ করবে না। কারণ এর মিনিমাম ব্লুটুথ রেঞ্জ ৫ থেকে ১০ মিটার।
advertisement
আরও পড়ুন - Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan বোল্ড অবতারে বিছানায়, গানের সঙ্গে Viral Video
Windows 11 এবং Windows 10 লক করার উপায়-
Windows 11 এবং Windows 10 এই দু'টি ক্ষেত্রেই এটি খুব সহজেই করা সম্ভব। প্রথমেই সার্চ বার (Search Bar) ওপেন করতে হবে এবং ডায়নামিক লক (Dynamic Lock) অপশনটি দেখতে হবে।
ডায়নামিক লক অপশনটি ক্লিক করলে সেটিং মেনু (Setting Menu) খুলবে যেখানে সিকিউরিটি ভেরিফিকেশন (Security Verification) অপশন রয়েছে।
এর পর ডায়নামিক লক সেকশনে থাকা ব্লুটুথ ডিভাইজে (Bluetooth Device) ক্লিক করতে হবে।
আরও পড়ুন- Weather Update: অরেঞ্জ অ্যালার্ট জারি করল মৌসম ভবন, কেমন থাকবে Kolkata সহ West Bengal-র আবহাওয়া
এর পর নিজেদের কম্পিউটারকে পেয়ারিং করতে হবে ল্যাপটপের সঙ্গে। এক্ষেত্রে নিজেদের মোবাইলের ব্লুটুথ সেটিং (Bluetooth Setting) অন করে অন্য কোনও উইন্ডোজ কম্পিউটারের সঙ্গেও পেয়ার করা সম্ভব।
নিজেদের ফোনের সঙ্গে Windows 11 এবং Windows 10 কম্পিউটার পেয়ারড হওয়ার পর আবার সেই ডায়নামিক লক অপশনে ফিরে যেতে হবে।
এর পর সেই বক্সে ক্লিক করতে হবে এবং অ্যালাও উইন্ডোজ টু অটোমেটিকালি লক ইয়োর ডিভাইজ হোয়েন ইউ আর অ্যাওয়ে (Allow Windows To Automatically Lock Your Device When You Are Away) অপশনটি সিলেক্ট করতে হবে।