Weather Update: অরেঞ্জ অ্যালার্ট জারি করল মৌসম ভবন, কেমন থাকবে Kolkata সহ West Bengal-র আবহাওয়া

Last Updated:
ওয়েদার আপডেট (Weather Update) কী বৃষ্টি (Rain) ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির ভয় দেখাচ্ছে!
1/6
#কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) সময়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া কেমন থাকবে (Weather Update) আশা-আশঙ্কায় দিন গুনছেন মানুষজন৷ কলকাতা ও দক্ষিণবঙ্গে সপ্তমীর দিন বৃষ্টির সম্ভবনা নেই৷ কিন্তু অষ্টমীর দিন দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain) ও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তবে পুজোর মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের আছড়ে পড়ার সম্ভবনা খানিকটা বিলম্বিত হয়েছে৷ Photo- File
#কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) সময়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া কেমন থাকবে (Weather Update) আশা-আশঙ্কায় দিন গুনছেন মানুষজন৷ কলকাতা ও দক্ষিণবঙ্গে সপ্তমীর দিন বৃষ্টির সম্ভবনা নেই৷ কিন্তু অষ্টমীর দিন দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain) ও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তবে পুজোর মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের আছড়ে পড়ার সম্ভবনা খানিকটা বিলম্বিত হয়েছে৷ Photo- File
advertisement
2/6
ওয়েদার আপডেট (Weather Update) দেশের দক্ষিণে মঙ্গলবার থেকেই বৃষ্টি (rain) বাড়বে৷ মৌসম বিভাগের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, উপকূলবর্তী কর্ণাটকের বিভিন্ন এলাকায় হালকা থেকে মধ্যম মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে৷
ওয়েদার আপডেট (Weather Update) দেশের দক্ষিণে মঙ্গলবার থেকেই বৃষ্টি (rain) বাড়বে৷ মৌসম বিভাগের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, উপকূলবর্তী কর্ণাটকের বিভিন্ন এলাকায় হালকা থেকে মধ্যম মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে৷
advertisement
3/6
এছাড়া তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের বিভিন্ন এলাকা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ার কিছু এলাকায় হালকা থেকে মধ্যম মানের বৃষ্টি হবে৷ মৌসম বিভাগের অনুযায়ি জম্মু ও কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরবাদে বৃষ্টি হবে৷ আইএমডি অনুযায়ি পশ্চিমবঙ্গ, ওড়িশা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাত. উত্তরাখণ্ড, হিমাচল সমেত উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- File
এছাড়া তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের বিভিন্ন এলাকা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ার কিছু এলাকায় হালকা থেকে মধ্যম মানের বৃষ্টি হবে৷ মৌসম বিভাগের অনুযায়ি জম্মু ও কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরবাদে বৃষ্টি হবে৷ আইএমডি অনুযায়ি পশ্চিমবঙ্গ, ওড়িশা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাত. উত্তরাখণ্ড, হিমাচল সমেত উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- File
advertisement
4/6
অন্যদিকে জম্মু-কাশ্মীরের উপরের এলাকায় বরফপাত এবং ময়দানি এলাকায় বৃষ্টি-র ফলে সোমবার হঠাৎ করেই শৈত্যপ্রবাহ শুরু হয়৷ গুলমার্গ সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়েছে৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়েছে৷ Photo- File
অন্যদিকে জম্মু-কাশ্মীরের উপরের এলাকায় বরফপাত এবং ময়দানি এলাকায় বৃষ্টি-র ফলে সোমবার হঠাৎ করেই শৈত্যপ্রবাহ শুরু হয়৷ গুলমার্গ সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়েছে৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়েছে৷ Photo- File
advertisement
5/6
মৌসম বিভাগ কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ ১২,১৩, ১৪ অক্টোবর কেরলের ছয় জেলায় প্রবল বৃষ্টি হবে৷ কোট্টায়াম, ইদ্দুকি, এর্নাকুলাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷ Photo- File
মৌসম বিভাগ কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ ১২,১৩, ১৪ অক্টোবর কেরলের ছয় জেলায় প্রবল বৃষ্টি হবে৷ কোট্টায়াম, ইদ্দুকি, এর্নাকুলাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
6/6
তিরুবনন্তপুরম , পলক্কড, মলপ্পুরম এবং কোঝিকড় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে৷ Photo- File
তিরুবনন্তপুরম , পলক্কড, মলপ্পুরম এবং কোঝিকড় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে৷ Photo- File
advertisement
advertisement
advertisement