TRENDING:

Live Train Status Updates: কোথায় দাঁড়িয়ে ট্রেন, কখন পৌঁছবে স্টেশনে ! সব দেখে নিন নিজের ফোনেই ! জানুন উপায়

Last Updated:

Live Train Status Updates: ২০১৯ সালেই গুগল ম্যাপে চালু করা হয় রিয়েল লাইভ ট্রেন স্ট্যাটাস আপডেট। এটি চালু করা হয় অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ট্রেন কখনই সময় মেনে চলে না—এ বদনাম ঘুচিয়ে ফেলার চেষ্টা করছে ভারতীয় রেল। সে বিষয়ে শুরু হয়ে গিয়েছে তোড়জোর। কিন্তু, এখনও অনেক সময়েই বিভিন্ন কারণে ট্রেন ছাড়তে দেরি হয়, ঠিক সময়ে ছাড়লেও গন্তব্যে পৌঁছতে দেরি করে ফেলে কখনও। শেষ পর্যন্ত নানা ধরনের হয়রানির শিকার হন যাত্রীরা। কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে এখন আগে থেকেই জেনে নেওয়া যায় ট্রেন কোথায় রয়েছে, কোন সময়ে সেটি নির্দিষ্ট স্টেশনে আসবে।
advertisement

ট্রেনের লাইভ রানিং স্ট্যাটাস জানার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। রেল যাত্রী, ইক্সিগো ইত্যাদির মতো বিভিন্ন ধরনের অ্যাপ নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিলেই খানিকটা সমাধান হতে পারে। কিন্তু তাতে ফোনের স্টোরেজ নষ্ট হতে পারে। একাধিক অ্যাপ থাকলে তাতে অনেক জায়গা নষ্ট হয়। তাই অন্য অ্যাপ ডাউনলোড না করে শুধুমাত্র গুগল ম্যাপ (google map) অ্যাপের মাধ্যমেও জেনে নেওয়া যায় ট্রেনের লাইভ আপডেট।

advertisement

আরও পড়ুন: এ কেমন ব্যবহার বেবোর? ক্যামেরায় বিশেষ মুহূর্ত ধরা পড়তেই রেগে আগুন করিনা ! ভাইরাল ভিডিওতে সমালোচনা

গুগল অ্যাপের মাধ্যমেই ট্রেনের লাইভ আপডেট পাওয়া সম্ভব। ২০১৯ সালেই গুগল ম্যাপে চালু করা হয় রিয়েল লাইভ ট্রেন স্ট্যাটাস আপডেট। এটি চালু করা হয় অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য। নিজেদের স্মার্টফোনে গুগল ম্যাপের মাধ্যমে দেখে নেওয়া সম্ভব ট্রেনের রানিং লাইভ স্ট্যাটাস। কী ভাবে পাবেন ট্রেন স্ট্যাটাস, এক নজরে দেখে নিন সেই উপায়।

advertisement

গুগল অ্যাপের মাধ্যমে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখার উপায়—

স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে নিজেদের স্মার্টফোনের ডিভাইসের গুগল ম্যাপ।

স্টেপ ২ - এরপর সার্চ বক্সে এন্টার করতে হবে নিজেদের গন্তব্যের জায়গা।

স্টেপ ৩ - এরপর ট্রেন আইকনে ক্লিক করতে হবে এবং দেখে নিতে ট্রেন রুটের কোনটি ফাঁকা রয়েছে সেই সময়।

advertisement

স্টেপ ৪ - এরপর সেই ট্রেনের নামের উপরে ক্লিক করতে হবে, যে ট্রেনের লাইভ রানিং স্ট্যাটাস আপনারা দেখতে চান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্টেপ ৫ - এরপর নিজেদের ফোনের ডিভাইসে দেখা যাবে সেই ট্রেনের লাইভ রানিং স্ট্যাটাস।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Live Train Status Updates: কোথায় দাঁড়িয়ে ট্রেন, কখন পৌঁছবে স্টেশনে ! সব দেখে নিন নিজের ফোনেই ! জানুন উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল