TRENDING:

১ জিবি নয়, এবার প্রতিদিন ২জিবি ৪জি ডেটা বিনামূল্যে দেবে জিও

Last Updated:

ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য ৷ এবার সামার সারপ্রাউজ অফারে আরও একটি নতুন চমক নিয়ে এল রিল্যায়েন্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য ৷ এবার সামার সারপ্রাউজ অফারে আরও একটি নতুন চমক নিয়ে এল রিল্যায়েন্স ৷ জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তিন মাস ফ্রি পরিষেবা দেওয়ার কথা আগদেই জানানো হয়েছিল সংস্থার তরফে ৷ এবার গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এল জিও ৷
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছিল, ১৫ এপ্রিলের আগে প্রাইম মেম্বর হয়ে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অথার্ৎ এরপর তাদের আবার জুলাই মাসে গিয়ে রিচার্জ করতে হবে ৷

এতদিন পর্যন্ত ১ জিবি ফ্রি ডেটা পরিষেবা দেওয়া হত জিও-গ্রাহকদের ৷ তবে এবার ১ জিবি নয়, প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ ১৫ এপ্রিলের মধ্যে প্রাইম মেম্বর হয়ে ৪৯৯ টাকার রিচার্জ করলেই এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এরপর তিন মাস অথার্ৎ ৩০ জুন পর্যন্ত প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ প্রথম তিন মাস বিনামূল্যে এই পরিষেবা উপভোগ করতে পারবেন জিও ব্যবহারকারীরা ৷

advertisement

ইতিমধ্যেই যারা ৩০৩ টাকার রিচার্জ করে ফেলেছেন তারা ৪৯৯ টাকার রিচার্জ করে নিন ২জিবি ডেটার জন্য ৷ তাহলে পয়লা জুলাই থেকে ৩০৩ টাকার রিচার্জ তাদের জন্য কার্যকর হবে ৷

তবে জিও ‘সামার সারপ্রাইজ অফার’ কেবলমাত্র তাঁরাই পাবেন, যাঁরা ১৫ এপ্রিলের মধ্যে জিও প্রাইম সদস্যভুক্ত হবেন। ৩০৩ দিয়ে রিচার্জ করলেই আগামী ৩ মাস ফ্রি ডেটা, ভয়েস কল, এসএমএস, জিও-র সমস্ত অ্যাপস ব্যবহারের সুবিধা মিলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৭২ মিলিয়ান গ্রাহক জিও প্রাইম মেম্বর হয়েছেন ৷ রিল্যায়েন্সের মূল উদ্দেশ্য এখন বেশি সংখ্যক গ্রাহককে প্রাইম মেম্বরশিপের আওতায় আনা ৷ খবর অনুযায়ী, বহু মানুষ জিও সিম নিলেও, প্রাইমের তালিকায় ভুক্ত হওয়ার সংখ্যাটা বেশ কম ৷ তাই জিও- তরফ থেকে প্রাইমের ডেটলাইন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১ জিবি নয়, এবার প্রতিদিন ২জিবি ৪জি ডেটা বিনামূল্যে দেবে জিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল