TRENDING:

১ জিবি নয়, এবার প্রতিদিন ২জিবি ৪জি ডেটা বিনামূল্যে দেবে জিও

Last Updated:

ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য ৷ এবার সামার সারপ্রাউজ অফারে আরও একটি নতুন চমক নিয়ে এল রিল্যায়েন্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য ৷ এবার সামার সারপ্রাউজ অফারে আরও একটি নতুন চমক নিয়ে এল রিল্যায়েন্স ৷ জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তিন মাস ফ্রি পরিষেবা দেওয়ার কথা আগদেই জানানো হয়েছিল সংস্থার তরফে ৷ এবার গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এল জিও ৷
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছিল, ১৫ এপ্রিলের আগে প্রাইম মেম্বর হয়ে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অথার্ৎ এরপর তাদের আবার জুলাই মাসে গিয়ে রিচার্জ করতে হবে ৷

এতদিন পর্যন্ত ১ জিবি ফ্রি ডেটা পরিষেবা দেওয়া হত জিও-গ্রাহকদের ৷ তবে এবার ১ জিবি নয়, প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ ১৫ এপ্রিলের মধ্যে প্রাইম মেম্বর হয়ে ৪৯৯ টাকার রিচার্জ করলেই এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এরপর তিন মাস অথার্ৎ ৩০ জুন পর্যন্ত প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ প্রথম তিন মাস বিনামূল্যে এই পরিষেবা উপভোগ করতে পারবেন জিও ব্যবহারকারীরা ৷

advertisement

ইতিমধ্যেই যারা ৩০৩ টাকার রিচার্জ করে ফেলেছেন তারা ৪৯৯ টাকার রিচার্জ করে নিন ২জিবি ডেটার জন্য ৷ তাহলে পয়লা জুলাই থেকে ৩০৩ টাকার রিচার্জ তাদের জন্য কার্যকর হবে ৷

তবে জিও ‘সামার সারপ্রাইজ অফার’ কেবলমাত্র তাঁরাই পাবেন, যাঁরা ১৫ এপ্রিলের মধ্যে জিও প্রাইম সদস্যভুক্ত হবেন। ৩০৩ দিয়ে রিচার্জ করলেই আগামী ৩ মাস ফ্রি ডেটা, ভয়েস কল, এসএমএস, জিও-র সমস্ত অ্যাপস ব্যবহারের সুবিধা মিলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৭২ মিলিয়ান গ্রাহক জিও প্রাইম মেম্বর হয়েছেন ৷ রিল্যায়েন্সের মূল উদ্দেশ্য এখন বেশি সংখ্যক গ্রাহককে প্রাইম মেম্বরশিপের আওতায় আনা ৷ খবর অনুযায়ী, বহু মানুষ জিও সিম নিলেও, প্রাইমের তালিকায় ভুক্ত হওয়ার সংখ্যাটা বেশ কম ৷ তাই জিও- তরফ থেকে প্রাইমের ডেটলাইন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১ জিবি নয়, এবার প্রতিদিন ২জিবি ৪জি ডেটা বিনামূল্যে দেবে জিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল