আইওএস ১৬ রয়েছে, এমন আইফোন জোর করে রিস্টার্ট করার উপায়:
- প্রথমেই ভলিউম আপ বাটনে ক্লিক করতে হবে এবং দ্রুত তা ছেড়ে দিতে হবে। এর পর ভলিউম ডাউন বাটনে ক্লিক করে একই কাজ করতে হবে।
- এ-বার সাইড বাটনে ক্লিক করে তা প্রেস করে রেখে দিতে হবে।
- এর পর অ্যাপেল লোগো স্ক্রিনে ভেসে উঠলে তবেই সাইড বাটনটি ছেড়ে দিতে হবে।
advertisement
প্রসঙ্গত, ভলিউম বাটনগুলি আইফোনের বাম দিকে এবং সাইড বাটনটি আইফোনের ডান দিকে থাকে।
আরও পড়ুন: ২.১ ইঞ্চির ডিসপ্লে! আর কী ফিচার নিয়ে আসছে Apple Watch Ultra? জেনে নিন
iPhone 7 জোর করে রিস্টার্ট করার উপায়:
আইফোন ৭ জোর করে রিস্টার্ট প্রক্রিয়া কিন্তু আইওএস ১৬ বিশিষ্ট আইফোনের তুলনায় কিছুটা আলাদা। এক নজরে দেখে নেওয়া সেই উপায় -
- একই সময়ে ভলিউম ডাউন বাটন এবং স্লিপ/ওয়েক বাটন দুটি ক্লিক করতে হবে। তবে ক্লিক করেই ছেড়ে দিলে চলবে না। প্রেস করে থাকতে হবে।
- এর পর অ্যাপেল লোগো স্ক্রিনে ভেসে উঠলে উভয় বাটনই ছেড়ে দিতে হবে।
iPhone 6 বা iPhone SE (প্রথম প্রজন্মের)-কে জোর করে রিস্টার্ট করার উপায়:
- একইসঙ্গে স্লিপ/ওয়েক বাটন এবং হোম বাটন দুটি ক্লিক করে প্রেস করে রেখে দিতে হবে।
- এর পর অ্যাপেল লোগো স্ক্রিনে ভেসে উঠলে উভয় বাটনই ছেড়ে দিতে হবে।
আরও পড়ুন: পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
অ্যাপলের নতুন শর্ট ফিল্ম:
সম্প্রতি ডেটা প্রিভেসি ডে উপলক্ষে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রকাশ করেছে অ্যাপেল। এই বিশেষ দিনটি পালন করা হয়েছে চলতি বছরের ২৮ জানুয়ারি। টেড ল্যাসো তারকা নিক মহাম্মদ অভিনীত এই শর্ট ফিল্মটির নাম 'আ ডে ইন দ্য লাইফ অফ অ্যাভারেজ পার্সনস ডেটা'। অ্যাপগুলি কীভাবে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে এবং আইফোন কী ভাবে সুরক্ষা দেয়, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মে। ভিডিওটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা যখন একটি ভিন্ন গোপনীয়তার ফিচার সম্পর্কে জানতে চাইবেন, তখন আগের অংশটি তিনি এড়িয়ে যেতে পারেন।