WhatsApp চ্যানেল –
WhatsApp চ্যানেলগুলি বিভিন্ন ধরনের জিনিস, যেমন – বার্তা, ফটো, ভিডিও, স্টিকার এবং পোল পাঠাতে কাজে আসে। WhatsApp সক্রিয়ভাবে একটি অনুসন্ধানযোগ্য ডিরেক্টরিতে কাজ করছে, যা ইউজারদের আগ্রহের চ্যানেলগুলি খুঁজে পেতে সহায়তা করবে৷ এই ডিরেক্টরি ইউজারদের তাঁদের শখ, ক্রীড়া দল, স্থানীয় কর্তৃপক্ষের আপডেট এবং আরও অনেক কিছুর সঙ্গে সম্পর্কিত চ্যানেলগুলি আবিষ্কার করার অনুমতি দেবে। পাশাপাশি, ইউজাররা চ্যাট, ই-মেল বা ইন্টারনেটে পোস্ট করা ইনভাইটেশন লিঙ্কগুলির মাধ্যমে WhatsApp চ্যানেলগুলিতে যোগদান করতে পারবেন৷
advertisement
একারণেই এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা নিজেদের WhatsApp চ্যানেল ডিলিট করার আগে মনে রাখা উচিত। WhatsApp চ্যানেল স্থায়ী ভাবে ডিলিট হয়ে যায়। কেউ যদি নিজেদের WhatsApp চ্যানেল ডিলিট করে দেন, তাহলে তিনি সেখানে আর ফিরতে পারবেন না। ডিলিট করার পরেও অবশ্য ফলোয়াররা সেই চ্যানেল খুঁজে পাবেন।
কিন্তু, তাঁরা একটি বার্তা দেখতে পাবেন যে, সেই WhatsApp চ্যানেল ডিলিট করা হয়েছে। ফলে, অতীতের আপডেটগুলি ঠিকই পাওয়া যাবে। যাঁরা সেই WhatsApp চ্যানেল ফলো করেননি, তাঁরা আর সেই চ্যানেল বা আপডেট দেখতে পাবেন না। আর সার্চে গিয়ে সেই চ্যানেলও খুঁজে পাবেন না। নতুন ইউজাররা আর সেই চ্যানেল ফলো করতে পারবেন না এবং শেয়ারিং লিঙ্ক কাজ করবে না।
আরও পড়ুন: খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আইফোনের ব্যাটারি? আছে সহজ সমাধান, শুধু করতে হব এই কাজ
এবার দেখে নেওয়া যাক WhatsApp চ্যানেল ডিলিট করার উপায় –
– প্রথমেই নিজেদের স্মার্টফোনে WhatsApp ওপেন করতে হবে।
– এরপর মোবাইলের Updates ট্যাবে যেতে হবে বা ওয়েবে Channels page-এ যেতে হবে। এরপর নিজেদের চ্যানেল খুঁজে বার করতে হবে।
– এরপর নিজেদের WhatsApp চ্যানেলের নামে ক্লিক করতে হবে এবং Delete channel-এ ক্লিক করার পরে Delete অপশনে ক্লিক করতে হবে।
– অবশেষে নিজেদের ফোন নম্বর এন্টার করতে হবে এবং Delete অপশনে ক্লিক করতে হবে।
একবার সফলভাবে WhatsApp চ্যানেল ডিলিট করা হলে, ইউজাররা আপডেট ট্যাবে “You deleted your channel” বার্তাটি দেখতে পাবেন।