TRENDING:

Google Play Store: বেড়ানো হোক বা কাজ, অন্য দেশে গেলে প্লে স্টোরের রিজিওন কী ভাবে বদলাতে হয়?

Last Updated:

Google Play Store: অন্য নতুন দেশের নাম, লোকেশন সব কিছুই পরিবর্তন করা সম্ভব হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক দেশ থেকে আরেক দেশে গিয়ে থাকার সময় ফোনের কিছু সেটিংসের সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোরের রিজিয়নও (Google Play Store) পরিবর্তন করা দরকার। এক্ষেত্রে প্লে স্টোরের সেটিং লোকেশন পরিবর্তন করতে হবে। কারণ গুগল প্লে স্টোর লোকেশন অনুযায়ী পরিবর্তিত হয়।
advertisement

যখনই নিজেদের আইপি অ্যাড্রেস (IP Address) পরিবর্তন হবে তখনই নিজে থেকেই প্লে স্টোরে আপডেট হয়ে যাবে নেশন (Nation) এবং রিজিয়ন। এই গুগল প্লে কাউন্ট্রি পরিবর্তন করার জন্য ভিপিএন (VPN) ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে অন্য নতুন দেশের নাম, লোকেশন সব কিছুই পরিবর্তন করা সম্ভব হবে। এর ফলে নতুন দেশে গুগল প্লে স্টোর ব্যবহার করার সময় ইউজারদের সুবিধা হবে। সেই নতুন দেশের নিয়ম অনুযায়ী ইউজাররা তাদের পছন্দের অ্যাপ ব্যবহার করতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

advertisement

অ্যাপ সেটিং ব্যাবহার করে এটি করার উপায়

- প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড (Android) ফোনের প্লে স্টোর অ্যাপ ওপেন করতে হবে।

- এর পর বাঁদিকের মেনুর অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সেখান থেকে সেটিংস (Settings) অপশনে গিয়ে জেনারেল (General) অপশনে ক্লিক করতে হবে।

- এর পর সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইজ প্রেফারেন্স (Account And Device Preferences)। সেখানে দেখা যাবে কান্ট্রি (Country) এবং প্রোফাইল (Profile) সেকশন। সেখান থেকে নিজেদের কারেন্ট কান্ট্রি বেছে নিতে হবে।

advertisement

- এর পর নিজেদের ফোন সেই নতুন দেশের স্বীকৃতি দিলে প্লে স্টোর অপশনের রিজিয়ন পরিবর্তন করতে হবে। এই অপশনটি নিচের দিকে রয়েছে।

ভিপিএন (VPN) ব্যবহার করে এটি করার উপায়

- প্রথমেই বেছে নিতে হবে ভিপিএন সার্ভিস। এর মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে জিও-রেস্ট্রিক্টেড অ্যাপস (Geo-Restricted Apps) অ্যাকসেস করা যাবে। এখানে নানা ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পাওয়া যাবে, যেমন - NordVPN, VPN Master ইত্যাদি। এই সকল অ্যাপের মাধ্যমে খুব তাড়াতাড়ি কাজ করা সম্ভব এবং এগুলো ভরসাযোগ্য।

advertisement

- এর পর গুগল প্লে স্টোরের ডেটা ক্লিয়ার করতে হবে।

- এর পর নতুন দেশের ভিপিএন সার্ভারে কানেক্ট করতে হবে।

- এর পর প্লে স্টোরের লোকেশন পরিবর্তন করতে হবে। নতুন দেশের সেই জায়গাটি বেছে নিতে হবে, যেখানে যে রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- কেউ যদি চায় এই অ্যাপটি ডাউনলোড করেও রাখতে পারে। এর ফলে পরবর্তীকালে তাদের সুবিধা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Play Store: বেড়ানো হোক বা কাজ, অন্য দেশে গেলে প্লে স্টোরের রিজিওন কী ভাবে বদলাতে হয়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল