অন্যরাও যেন অ্যামাজন প্রাইমের সেই সুবিধা উপভোগ করতে পারেন, তাই এমন করা হয়। এটা মূলত করা হয় অ্যামাজন প্রাইমের একটি মেম্বারশিপ কিনে, এর পর নিজেদের বন্ধু বা আত্মীয়ের সঙ্গে তা শেয়ার করা হয়। এর ফলে একটি মেম্বারশিপের টাকা দিয়েই অন্যরাও সেই সুবিধা ভোগ করতে পারেন।
আরও পড়ুন- এক চার্জেই চলবে পাক্কা ৩৮ ঘণ্টা, ক্যামেরাও ফিচারে ঠাসা!
advertisement
কিন্তু অনেক সময় আমাদের নিজেদেরও মনে থাকে না যে, আমাদের পাসওয়ার্ড কার কার সঙ্গে শেয়ার করা হয়েছে। তাই কিছুদিন পর পর এটি পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। কিন্তু খুব কম মানুষই রয়েছেন যাঁরা অ্যামাজনের পাসওয়ার্ড পরিবর্তন করতে জানেন। অনেকেই জানেন না যে খুব সহজেই অ্যামাজনের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, অ্যামাজনের পাসওয়ার্ড পরিবর্তন করার পদ্ধতি ফোনে এবং ওয়েবে আলাদা। দেখে নেওয়া যাক মোবাইলের মাধ্যমে অ্যামাজনের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় -
স্টেপ ১ - এর জন্য প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনে Amazon শপিং অ্যাপ খুলতে হবে।
আরও পড়ুন- এক ধাক্কায় অনেকটাই কমল Samsung Galaxy A34 5G ফোনের দাম! এই ডিল হাতছাড়া করবেন না
স্টেপ ২ - এরপর স্ক্রিনের নিচের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এটি হোম আইকনের পাশেই পাওয়া যাবে।
স্টেপ ৩ - এরপর 'Your Account' অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - এরপর 'Account Setting' এর অধীনে, Log In অপশনে ক্লিক করতে হবে। এরপর 'Security' অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৫ - এরপর নিজেদের মোবাইল নম্বর এবং ই-মেল আইডিতে একটি মেসেজ পাওয়া যাবে, অ্যাপ্রুভ করার জন্য। এরপর নিজেদের ই-মেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেমন Gmail। এরপর সেই অনুরোধ গ্রহণ করতে হবে।
স্টেপ ৬ - একবার সেই অনুরোধটি গ্রহণ করার পরে, সেই পেজটি অ্যাক্সেস করা যাবে, যেখানে নিজেদের নাম, টু স্টেপ ভেরিফিকেশন এবং নিজেদের পাসওয়ার্ডের মতো সমস্ত জিনিস আপডেট করা যাবে। এরপর পাসওয়ার্ড অপশনের পাশে থাকা 'Edit' বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৭ - এরপর নিজেদের আগের পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং তারপর নিজেদের নতুন পাসওয়ার্ড টাইপ করতে হবে।
স্টেপ ৮ - এরপর 'Save Changes' বাটনে ক্লিক ক্লিক করতে হবে।
স্টেপ ৯ - এরপর নিচে স্ক্রল করতে হবে এবং 'Done' বাটনে ক্লিক করতে হবে।