TRENDING:

সারা রাত মশা মারার মেশিন চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়? জেনে নিন

Last Updated:

Mosquito machines: গরম এলেই বাড়বে মশার উৎপাত। সারা রাত মশা মারার মেশিন চালিয়ে ঘুমোলে কতটা বিদ্যুত বাড়তি খরচ হবে! জেনে রাখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রীষ্ম হোক বা শীত, বেশিরভাগ বাড়িতেই মশার কামড় থেকে বাঁচতে মেশিন ব্যাবহার করা হয়। অনেকেই অল আউট বা গুড নাইটের মতো মশা তাড়ানোর মেশিন ব্যবহার করেন।
advertisement

এই মেশিনগুলির সাহায্যে আপনি মশাদের কামড় থেকে বাঁচতে পারবেন। সারা রাত শান্তিতে ঘুমানোর জন্য অনেকেই এই মেশিন ব্যবহার করেন। তবে অনেকে আবার ভাবেন, এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়!

মশার কামড় থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে সেটা সহজেই জানা যায়। সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে আপনি কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার উপর।

advertisement

আরও পড়ুন- এটাই এখন ভারতের এক নম্বর স্কুটার! বিক্রির রেকর্ডে ধারে-কাছে আর কোনও স্কুটি নেই

উল্লেখ্য, বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে। অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।

advertisement

আমরা যদি পুরো মাসের হিসেব করি তা হলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘন্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুত খরচ হয়।

আরও পড়ুন- রেগুলেটর-এ ১-এ পাখা চালালে কি ইলেকট্রিসিটি বিল বেশি আসে? জেনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনাল উত্তপ্ত হয়ে রিফিলে তাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সারা রাত মশা মারার মেশিন চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল