TRENDING:

Home Care: গিজার কিনতে চাইছেন? তাহলে এটাই সঠিক সময়! খুব সস্তায় পাওয়া যাচ্ছে! জানুন

Last Updated:

Home Care: গিজার ভাল না হলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিশেষ গ্যাজেটটি কেনার আগে সব দিক খতিয়ে দেখাই ভাল। দেখে নেওয়া যাক কয়েকটি গিজারের ভাল-মন্দ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একটানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছ। অক্টোবর মাস শেষ হতে না হতেই এসে যাবে শীতকাল। এই সময় সকলেই নিজের স্নানাগারে খোঁজেন একটু উষ্ণতার আভাস। তাই একটা ভাল গিজারের প্রয়োজন হয়। গিজার ভাল না হলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিশেষ গ্যাজেটটি কেনার আগে সব দিক খতিয়ে দেখাই ভাল। দেখে নেওয়া যাক কয়েকটি গিজারের ভাল-মন্দ—
photo source collected
photo source collected
advertisement

১. Bajaj Compagno 2000W 15L—

এই গিজারটি অনেকাংশেই নিরাপদ। ফাইভ-স্টার BEE রেটিং, স্যুইর্ল ফ্লো প্রযুক্তি, LED ইন্ডিকেটর একে ভারতের অন্যতম ভাল গিজারের তকমা দিতে পারে। অগ্নি-প্রতিরোধী তার, PUF নিরোধক, এবং ম্যাগনেসিয়াম অ্যানোড রড ব্যবহারের ফলে ট্যাঙ্কটি দীর্ঘদিন চলে। এতে পাঁচ বছরের ট্যাঙ্ক ওয়ারেন্টি এবং দু’বছরের সামগ্রিক ওয়ারেন্টি পাওয়া যায়।

এতে ১৫ লিটার জল ধরে। বিদ্যুৎ চালিত এই গিজারে রয়েছে টাইটেনিয়াম, অ্যাক্রিলোনিট্রাইল বুটাডিন স্টাইরিন ও তামা। এর ওজন ৯,২৩০ গ্রাম। এতে রয়েছে অতিরিক্ত সুরক্ষার জন্য শিশু সুরক্ষা মোড। তবে এটি শুধু উল্লম্ব দেওয়ালেই লাগনো যায়।

advertisement

২. Faber Cyrus 15L—

১৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন এই ২০০০ ওয়াটের গিজারটিতে রয়েছে ফাইভ স্টার BEE রেটিং। টাইটানিয়াম এনামেল গ্লাসলাইন স্টোরেজ ট্যাঙ্কটি কেবল দেখতে যেমন দারুন, তেমনই দীর্ঘস্থায়ী এবং ক্ষয় প্রতিরোধী। চাপ প্রতিরোধে সক্ষম এই গিজার।

আরও পড়ুন: জলে ডুবে থাকলেও কিছু হবে না! সস্তার ওয়াটারপ্রুফ স্মার্টফোন কোনগুলো জানেন?

advertisement

Whirl প্রযুক্তিতে চালিত এই গিজার শক্তি সঞ্চয় করার সময় জল দ্রুত গরম করে। ABS বডি-সহ একাধিক নিরাপত্তা ব্যবস্থার রয়েছে। এর ওজন প্রায় ৭ কেজি।

৩. Bajaj New Shakti Neo 15L—

১৫ লিটার ধারণক্ষমতা এবং ২০০০ ওয়াটের এই গিজারটি গৃহস্থালী কাজের জন্য গরম জল সরবরাহ করতে পারে। ফলে রান্নাঘর এবং স্নানাগার উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তবে এটি ফোর-স্টার BEE রেটিং সম্পন্ন। টাইটানিয়াম আর্মার এবং স্যুইর্ল ফ্লো-এর মতো উন্নত প্রযুক্তি একে মরিচা প্রতিরোধী করেছে। একই সঙ্গে থার্মোস্ট্যাট নব তাপমাত্রা নিয়ন্ত্রণে সুবিধে করে দেয়।

advertisement

এতে রয়েছে একটি ফোর-ইন-ওয়ান মাল্টি-ফাংশনাল সেফটি ভালভ। একটি অগ্নি-প্রতিরোধী ওয়াটার হিটার তার, এবং শিশু সুরক্ষা মোডও রয়েছে।

৪. AO Smith SGS-GREEN-006—

এটি একটি কমপ্যাক্ট এবং দক্ষ গিজার যা মূলত ছোট জায়গার উপযুক্ত। ৬ লিটারের ক্ষমতা এবং ৩০০০ ওয়াটের পাওয়ার রেটিং-সহ এই গিজারে পাওয়া যাবে ব্লু ডায়মন্ড গ্লাস-লাইনড ট্যাঙ্ক। এর এক্সপ্রেস হিট ফাংশন ২kW ওয়াটার হিটারের তুলনায় ৩৩% দ্রুত গরম করতে পারে জল। ফলে বিদ্যুতের খরচ কমায়। এটিতে রয়েছে ফাইভ-স্টার BEE রেটিং। তবে খুব বড় পরিবার হলে এটি মোটেও কার্যকর নয়।

advertisement

৫. Havells Magnatron 25L—

২৫ লিটারের এই বিশেষ গিজার অন্য যেকোনও গিজারের থেকে একটু আলাদা। কারণ এটি সাধারণ গিজারের মতো পদ্ধতি ব্যবহার করে জল গরম করে না। বরং এতে ব্যবহার করা হয় ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। তার ফলে জল গরম হওয়ার সময় প্রায় ১০-১২ মিনিট কমিয়ে দিতে পারে এটি। তাতে বছরে প্রায় ২৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ হতে পারে। যেকোনও বড় পরিবারের জন্য এটি আদর্শ হতে পারে।

আরও পড়ুন: 

৬. Havells Otto 15L—

চাহিদা অনুযায়ী গরম জল সরবরাহ করতে পারে এটি। এর LED ইন্ডিকেটরটি রঙ বদল করে জানান দেয় কেমন গরম হয়েছে জল। এর ট্যাঙ্কে রয়েছে ফেরোগ্লাস আবরণ। ফলে ক্ষয় রধ করে। ২৫°C থেকে ৭৫°C পর্যন্ত তাপমাত্রায় কাজ করে এটি। কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছে গেলে গরম হওয়া বন্ধ করে দেয়। ফলে অতিরিক্ত গরমের বিপদ থাকে না প্লাস্টিকে তৈরি এই গিজারের ওজন ৯,৪৩০ গ্রাম।

৭. V-Guard Victo Plus DG 15L—

১৫ লিটার স্টোরেজ-সহ এই ওয়াটার হিটারে রয়েছে ফাইভ-স্টার BEE রেটিং। ক্ষয়রোধী এই গিজারে রয়েছে ভিট্রিয়াস এনামেল আবরণ। ফলে খরজল অঞ্চলগুলির জন্য এটি দারুন কার্যকরী। Incoloy 800 হিটিং উপাদান এবং অতিরিক্ত পুরু ম্যাগনেসিয়াম অ্যানোড অতিরিক্ত সুরক্ষা দেয়।

এর ইন-বিল্ট শক মডিউল, উন্নত থার্মোস্ট্যাট, থার্মাল কাট-আউট মেকানিজম এবং অতিরিক্ত চাপ প্রতিরোধী ব্যবস্থা একে ফাইভ-ইন-ওয়ান মাল্টি-ফাংশন সুরক্ষা ভালভ দিয়েছে। তবে এর ওজন নির্দিষ্ট করা নেই।

৮. Omega’s IYCA 15L—

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই গিজারটিতে IPX4 ওয়াটারপ্রুফ বডিতে রয়েছে উচ্চ-গ্রেডের প্লাস্টিক যা শক-প্রুফ। ফাইভ-স্টার রেটিং বিদ্যুৎ বিল বাঁচাতে সাহায্য করে। গ্লাসলাইন-কোটেড হিটিং উপাদান এবং ম্যাগনেসিয়াম অ্যানোড রড ট্যাঙ্কের ক্ষয় প্রতিরোধ করে। এরও এজন নির্দিষ্ট নয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Home Care: গিজার কিনতে চাইছেন? তাহলে এটাই সঠিক সময়! খুব সস্তায় পাওয়া যাচ্ছে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল