TRENDING:

Nokia নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন G11, G21- এক নজরে দেখে নিন তার দাম এবং ফিচার!

Last Updated:

Nokia: এক নজরে দেখে নেওয়া যাক Nokia G11 ও Nokia G21 ফোনের দাম এবং ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক সময়ের খুবই জনপ্রিয় মোবাইল কোম্পানি Nokia ধীরে ধীরে আবার তাদের বাজার ফিরে পাওয়ার চেষ্টা করছে। এর জন্য তারা নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন ফোন। এর মধ্যেই সম্প্রতি Nokia ইউরোপিয়ান বাজারে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন। Nokia ইউরোপিয়ান বাজারে লঞ্চ করেছে তাদের নতুন দুটি স্মার্টফোন। এই নতুন দুটি স্মার্টফোন হল Nokia G11 ও Nokia G21। Nokia কোম্পানির এই দুটি ফোনের স্পেশ্যাল কোয়ালিটি হল এর ব্যাটারি সেভ মোড, যা Nokia বিশেষভাবে ডেভেলপ করেছে। এই দুটি ফোনের ফিচার এবং ডিজাইন অনেকটাই এক। এই দুটি ফোনেই রয়েছে আধুনিক এবং উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Nokia G11 ও Nokia G21 ফোনের দাম এবং ফিচার।
advertisement

Nokia G11 ও Nokia G21 ফোনের দাম -

Nokia G21 ইউএইতে (UAE) সেল করা শুরু হবে মার্চের ৯ তারিখ থেকে। অন্যান্য দেশের বাজারে এবং ভারতে এই Nokia G21 ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কেও বিশেষভাবে কিছু জানা যায়নি। সুতরাং ভারতে এই ফোনের দাম কী হতে পারে সেই সম্পর্কেও অনুমান করা সম্ভব নয়। অন্য দিকে Nokia G11 ফোনের ৩জিবি (GB) র‍্যাম (RAM) এবং ৩২জিবি স্টোরেজের মডেল ইউকেতে লঞ্চ করা হয়েছে। ইউকেতে (UK) Nokia G11 ফোনের ৩জিবি র‍্যাম এবং ৩২জিবি স্টোরেজের মডেলের দাম এইডি ৪৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০,২০০ টাকা। এই ফোনটি পাওয়া যাচ্ছে চারকোল এবং আইস কালারে। মনে করা হচ্ছে Nokia G11 ফোনটি অন্যান্য কয়েকটি দেশের বাজারে লঞ্চ করা হতে পারে এই বছরের শেষের দিকে।

advertisement

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টফোন Poco M4 Pro 5G, এক নজরে দেখে নিন তার দাম এবং ফিচার!

Nokia G11 ফোনের ফিচার -

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Nokia G11 ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস (IPS) এলসিডি স্ক্রিন, ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশন, অ্যাসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ৯০এইচজেড (Hz) এবং টাচ স্যামপ্লিং রেট ১৮০এইচজেড। Nokia G11 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও Nokia G11 ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Nokia G11 ফোনে রয়েছে ৫,০৫০এমএএইচ (mAh) ব্যাটারি, ১৮ডাবলু (18W) চার্জ। এছাড়াও এই Nokia G11 ফোনে রয়েছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক টেকনোলজি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nokia নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন G11, G21- এক নজরে দেখে নিন তার দাম এবং ফিচার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল