পরিসংখ্যান বলছে, নভেম্বরে টু-হুইলার বিক্রির শীর্ষে ছিল হিরো মোটোকর্প। ৪ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। হোন্ডা, বাজাজ, টিভিএস-এর মতো ব্র্যান্ডকেও পিছনে ফেলে দিয়েছে কোম্পানি। গত দুই মাসে হিরো মোটোকর্প, হোন্ডা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ডের বিক্রিবাটা কেমন হল দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- বৃষ্টি পূর্বাভাস,ছাদের জামাকাপড় তোলার টেনশন নেই!এমনই ধাসু ব্যবস্থা তৈরি বাংলায়
advertisement
২০২৪-এর নভেম্বরে ৪,৩৯,৭৭৭ ইউনিট গাড়ি বিক্রি করেছে হিরো মোটোকর্প। সবচেয়ে বেশি। তবে ২০২৩-এর নভেম্বরের ৪,৭৬,২৮৬ ইউনিট গাড়ি বিক্রি করেছিল তারা। সেদিক থেকে বিক্রি ৭.৬৭ শতাংশ কমেছে। ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রিও কমেছে ৩৩.০৭ শতাংশ। এই সময় V2 রেঞ্জের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে হিরো। ভবিষ্যতে এর ব্যাপক বিক্রির আশা করছে কোম্পানি।
হোন্ডার বিক্রিতে সামান্য বৃদ্ধি: হোন্ডা ২০২৪-এর নভেম্বরে ঘরোয়া বাজারে ৪,৩২,২৮৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ২০২৩-এর নভেম্বরে ৪,২০,৬৭৭ ইউনিট বিক্রির তুলনায় ২.৯০ শতাংশ বেশি। তবে ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রি ২১.৭৪ শতাংশ কমেছে।
টিভিএসের বিক্রি বেড়েছে: টিভিএস মোটর ২০২৪-এর নভেম্বরে ৩,০৫,২০৩ ইউনিট বিক্রি করেছে, যা ২০২৩-এর নভেম্বরের ২,৮৭,০১৭ ইউনিটের তুলনায় ৬.৩৪ শতাংশ বেশি। তবে মাসিক বিক্রি পড়েছে। ২০২৪-এর অক্টোবরের তুলনায় ২১.৮৪ শতাংশ কম।
বাজাজ অটোর বিক্রিতে পড়তি: ২০২৪-এর নভেম্বর মাসে ২,০৩,৬১১ ইউনিট বিক্রি করেছে বাজাজ অটো। পালসার, প্লাটিনা, ফ্রিডম সিএনজি-এর মতো জনপ্রিয় মডেলগুলোতে দাম কিছুটা কমিয়েছে কোম্পানি।
সুজুকি মোটরসাইকেলের মাসিক বিক্রিতে পতন: ২০২৪-এর নভেম্বর মাসে ৭৮,৩৩৩ ইউনিট বিক্রি করেছে সুজুকি। ২০২৩-এর নভেম্বরের তুলনায় ৭.১১ শতাংশ বেশি। তবে মাসিক ভিত্তিতে কোম্পানির বিক্রি ২৫.৩৫ শতাংশ কমেছে।
আরও পড়ুন- ২০২৪-এ অ্যালেক্সাকে সবচেয়ে বেশি কী প্রশ্ন করলেন ইউজাররা? তালিকা দিল অ্যামাজন
রয়্যাল এনফিল্ডের বিক্রিতে ধারাবাহিক পতন: ২০২৪-এর নভেম্বর মাসে ৭২,২৩৬ ইউনিট বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড, যা গত বছরের নভেম্বরের তুলনায় ৩.৮৬ শতাংশ এবং ২০২৪-এর অক্টোবেরর তুলনায় ২৯.১০ শতাংশ কম।
সার্বিকভাবেও নভেম্বরে টু-হুইলারের বিক্রি বেশ কিছুটা কমেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে বড় কোম্পানিগুলি মোট ১৫,৩২,০৪৮ ইউনিট বিক্রি করেছে। ২০২৩-এর নভেম্বরে ১৫,৫০,৮৪৯ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ ১.২৩ শতাংশ কম। শুধু তাই নয়, ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রিও ২৫.৭৫ শতাংশ কমেছে।