এই ফোনটি দুটি স্টোরেজ ক্যাপাসিটিতে পাওয়া যাবে ৷ একটি ৩২ জিবি ও অন্যটি ৬৪ জিবি। অত্যন্ত হাই প্রোফাইল এই মোবাইলটিতে দামের ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিশাল ছাড়।
অনলাইন ওয়েবসাইটে প্রথম থেকেই মোটো এক্স ফোর্স ৬৪ জিবির স্মার্টফোনে ২৯ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছিল ৷ এর জেরে ফোনটির দাম কমে গিয়ে ৩৭,৯৯৯ টাকা হয়েছে ৷ এছাড়া যদি আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে প্রায় সব মিলিয়ে ২৩, ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন ৷ মানে এই ফোনটি আপনি মাত্র ১৪,৪৯৯ টাকায় কিনতে পারবেন ৷
advertisement
এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে চাইলে যে ফোনটি আপনি এক্সচেঞ্জ করতে চান তার নাম ও IMEI নম্বর ওয়েবসাইটে রেজিস্ট্রার করুন ৷ এরপর ফ্লিপকার্টের তরফে আপনাকে জানানো হবে যে আপনার ফোনের দাম কত ও আপনাকে কত টাকার ডিসকাউন্ট দেওয়া হবে ৷
মোটো এক্স ফোর্সের ফিচার্স-
ডিসপ্লে- ৫.৪ ইঞ্চি
ব্যাটারি - 3760 mAH
প্রসেসর - ২ GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা কোর চিপসেট
রিয়ার ক্যামেরা- ২১ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা- ৫ মেগা পিক্সেল
র্যাম - ৩ জিবি
স্টোরেজ- ৬৪ জিবি
ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনটি লঞ্চ করেছিল মোটোরোলা ৷ টার্বো পাওয়ার চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে ৷