TRENDING:

বাড়িতে হেল্থ চেকআপের এই যন্ত্রগুলো আছে তো? দরকার হয় যখন-তখন, দামও আহামরি নয়

Last Updated:

এই সকল মেশিনের দামও সকলের নাগালের মধ্যে রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েক দরকারি গ্যাজেটের সকল খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Health Gadgets: স্বাস্থ্য খাতের প্রযুক্তি এখন খুবই উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে। কিছুদিন আগেও শরীরের নানা সমস্যার চেকআপ অর্থাৎ ব্লাড প্রেসার, পালস, গ্লুকোজ ইত্যাদির টেস্ট করার জন্য চিকিৎসালয় বা নিদেনপক্ষে ওষুধের দোকানে যাওয়ার প্রয়োজন হত। অনেক টেস্ট আবার হাসপাতাল ছাড়া অন্য কোথাও করা যেত না। কিন্তু টেকনোলজি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এখন খুব সহজেই ঘরে বসে এই সকল টেস্ট করা যায়।
৷
advertisement

এখন বাজারে এমন কিছু মেশিন রয়েছে যার মাধ্যমে খুব সহজে ঘরে বসে এই সকল টেস্ট করা যায়। এর ফলে যাঁদের বাড়িতে বয়স্ক ব্যক্তি রয়েছেন, তাঁদের খুবই সুবিধা হয়েছে। কারণ যে কোনও সময় বাড়িতেই তাঁদের শরীর খারাপ করলে তৎক্ষণাৎ সেই সকল টেস্ট করে ফেলা যায়। এর জন্য বাড়িতে অবশ্যই এনে রাখা দরকার এই সকল টেস্ট করার সরঞ্জাম।

advertisement

বাজারে এমন বেশ কিছু মেশিন রয়েছে। যার সাহায্যে ঘরে বসে খুব সহজেই এই সকল টেস্ট করা যায়। এই সকল মেশিনের দামও সকলের নাগালের মধ্যে রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েক দরকারি গ্যাজেটের সকল খুঁটিনাটি।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

advertisement

Digital Blood Pressure Monitor -  বেশিরভাগ লোকেরই এখন ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে। এটি এখন খুবই সাধারণ একটি ব্যাপার। কখনও যদি নিজেকে খুব দুর্বল লাগে এবং মাথা ঘোরানো শুরু করে, তাহলে তৎক্ষণাৎ ডিজিটাল ব্লাড প্রেসারের ব্যবহার করে ব্লাড প্রেসার চেক করা প্রয়োজন। এর জন্য এখন আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই ডিজিটাল ব্লাড প্রেসার মনিটরের মাধ্যমে ব্লাড প্রেসার চেক করা সম্ভব। এর দাম ২০০০ টাকা থেকে শুরু।

advertisement

Glucometer - এটি ব্যবহার করে ঘরে বসেই সুগার লেভেল চেক করা সম্ভব। যাঁদের হাই লেভেল সুগার রয়েছে তাঁদের জন্য এই মেশিন খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে বসেই নিজেদের সুগার লেভেল চেক করার জন্য এটি কিনে রাখা প্রয়োজন। ২০০০ টাকার মধ্যেই এটি বাজারে পাওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Digital Thermometer - বেশিরভাগ ঘরেই থার্মোমিটার রেখে দেওয়া হয়। আগে প্রায় সকলেই ম্যানুয়াল থার্মোমিটারের ব্যবহার করতেন। কিন্তু এখন ডিজিটাল থার্মোমিটারের প্রচলন বেশি। এটি ব্যবহার করে খুব সহজেই নিজেদের শরীরের তাপমাত্রা মাপা সম্ভব। বাজারে ১০০ টাকার মধ্যেই এটি পাওয়া যায়। অনলাইন এবং অফলাইনে ডিজিটাল থার্মোমিটার খুব সহজেই কিনে ফেলা সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাড়িতে হেল্থ চেকআপের এই যন্ত্রগুলো আছে তো? দরকার হয় যখন-তখন, দামও আহামরি নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল