মোবাইল বা কম্পিউটারে হেডফোন লাগালে তা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে ৷ ইজরাইলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী, যে কারোর হেডফোন বা ইয়ারফোনকে ম্যালওয়ারের মাধ্যমে হ্যাক করে মাইক্রোফোনে বদলানো যেতে পারে ৷
হ্যাক করার পর আপনার সমস্ত কথা রের্কড করার পাশাপাশি হ্যাকার যে কোনও জায়গায় বসে তা শুনতে পারবে ৷
advertisement
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হেডফোন ফোন বা কম্পিউটারে কান্টেক্ট করা না থাকলেও হ্যাকার আপনার কথা তখনও পারবে ৷ শুধু আপনার না ঘরের মধ্যে উপস্থিত বাকি সকলের কথা শোনা যাবে ৷
Location :
First Published :
December 01, 2016 10:37 AM IST