তাই জন্মাষ্টমীতে WhatsApp-এর মাধ্যমে স্টিকার পাঠিয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের অভিনন্দন জানানো হবে। এ বছর দু’দিন পালিত হবে জন্মাষ্টমী। ১৮ এবং ১৯ আগস্ট এই দুটি দিন পালিত হবে এই বিশেষ উৎসব। WhatsApp ব্যবহার করে অন্যদের অভিনন্দন জানানো যাবে জন্মাষ্টমীতে। এক নজরে দেখে নিন সেই উপায়।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
advertisement
জন্মাষ্টমীর থিমযুক্ত স্টিকারগুলি WhatsApp-এ পাওয়া যায় না। কিন্তু, WhatsApp তৃতীয় পক্ষের স্টিকার প্যাকগুলিকে সমর্থন করে। যাতে ব্যবহারকারীরা জন্মাষ্টমী স্টিকারগুলি ডাউনলোড করতে পারেন। এক নজরে দেখে নিন সেই উপায়।
স্টেপ ১ - প্রথমত, নিজেদের অ্যান্ড্রয়েড এবং আইফোনে WhatsApp খুলতে হবে এবং যে কোনও চ্যাটে যেতে হবে। এরপর স্টিকার বোতামে চাপ দিতে হবে।
স্টেপ ২ - সেই বিভাগে ইনস্টল করা স্টিকার দেখতে পাওয়া যাবে। এখানে ব্যবহারকারীরা (+) দেখতে পাবেন। এরপর তাঁরা বিল্ট-ইন স্টিকার দেখতে পাবে।
স্টেপ ৩ - এখানে ব্যবহারকারীরা 'Get More Stickers' বিকল্পটি পাবেন। (অনুগ্রহ করে মনে রাখতে হবে যে, এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য।)
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
স্টেপ ৪ - এখানে ব্যবহারকারীদের সামনে গুগল প্লে স্টোর (Google Play Store) খুলবে। iOS ব্যবহারকারীদের আলাদাভাবে অ্যাপ স্টোরে যেতে হবে।
স্টেপ ৫ - এরপর ব্যবহারকারীদের সেই স্টোরে WhatsApp-এর জন্য জন্মাষ্টমী স্টিকারস অনুসন্ধান করতে হবে এবং নিজেদের পছন্দের স্টিকার প্যাক ডাউনলোড করতে হবে।
স্টেপ ৬ - প্যাকটি ইনস্টল করার পরে, Add to WhatsApp ক্লিক করতে হবে।
এরপর ব্যবহারকারীরা বাকি স্টিকারগুলি ব্যবহার করার মতো চ্যাটে গিয়ে, যে কোনও মানুষকে ডাউনলোড করা স্টিকার পাঠাতে পারবেন।