TRENDING:

Happy Dhanteras 2025 Wishes: শুভ ধনতেরস ! বাড়িতে বসেই প্রিয়জনদের জানান সমৃদ্ধির শুভেচ্ছা! রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা

Last Updated:

Happy Dhanteras 2025 Wishes: আজ ধনতেরাস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Happy Dhanteras 2025: ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরস ৷ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। এ বছরেও সে নিয়ম পালিত হবে। প্রথা মেনে ধনতেরসের দিনে কুবের, লক্ষ্মী ও ধন্বন্তরী, যমরাজের পুজো করা হয়। এই ক্ষণকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপার গয়না, পাত্র, বাসন, কয়েন কেনাকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপা বা পিতল কিনলে সারা বছর ঘরে লক্ষ্মী বাস করেন। এমনটাই মানা হয়।
শুভ ধনতেরস ! বাড়িতে বসেই প্রিয়জনদের জানান সমৃদ্ধির শুভেচ্ছা!
শুভ ধনতেরস ! বাড়িতে বসেই প্রিয়জনদের জানান সমৃদ্ধির শুভেচ্ছা!
advertisement

কার্তিক কৃষ্ণের ত্রয়োদশী তিথি অর্থাৎ ধন ত্রয়োদশী বা ধনতেরাসের দিন হল সম্পদ ও সমৃদ্ধি লাভের দিন। এই বছর ধনতেরাস ১৮ অক্টোবর শনিবার পালিত হবে। ধনতেরাসের দিন স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরী, ধন কুবের এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। ধনতেরসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। এ বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী, ধন সম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়। এই তিথিকে ধনত্রয়োদশী ও ধন্বন্তরি জয়ন্তীও বলা হয়। দৃক পঞ্জিকা অনুযায়ী, এ বছর কার্তির কৃষ্ণ ত্রয়োদশী তিথি ১৮ অক্টোবর শনিবার দুপুর ১২.১৮ মিনিটে শুরু হবে। এবং ১৯ অক্টোবর রবিবার দুপুর ১.৫১ মিনিট পর্যন্ত চলবে

advertisement

আরও পড়ুন: সাবধান! ধনতেরাসে ভুলেও কিনবেন না এই জিনিস! সংসারে আসবে ঘোর অনর্থ ও চরম বিপদ

চলতি বছরে ধনতেরাসে ব্রহ্ম যোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সংমিশ্রণ ঘটবে। ওই দিনে ব্রহ্ম যোগ ১৮ অক্টোবর সকালে শুরু হবে। রাত ১.৪৮ মিনিট অবধি থাকবে। এরপর পূর্বফাল্গুনী নক্ষত্র সকাল থেকে বিকেল ৩.৪১ মিনিট অবধি থাকবে। এরপর উত্তর ফাল্গুনী নক্ষত্র যোগ থাকবে। ধনতেরাসের সন্ধেতে পুজো করা অত্যন্ত ফল প্রদানকারী বলে মনে করা হয়। এ বছর ১৮ অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা ৭.১৬ থেকে রাত ৮.২০ পর্যন্ত। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত। এই দিনে সোনা, রুপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

advertisement

আরও পড়ুন: ধনতেরসে হবে ধনবৃষ্টি! মা লক্ষ্মী-কুবেরের আশীর্বাদে ধনবর্ষা ৪ রাশির জীবনে, সোনার মতো জ্বলবে ভাগ্য! কেরিয়ারও উঠবে তুঙ্গে

এছাড়াও ২০১৬ সাল থেকে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে। ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরসও বলা হয়। এর সঙ্গে ধন বা অর্থের কোনও সম্পর্ক নেই।

advertisement

আজ ধনতেরস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি…

স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হক জীবন। জীবন ভরে উঠুক আনন্দে । ধনতেরস শুভেচ্ছা

ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক। ধনতেরস শুভেচ্ছা

শুভ ধনতেরসের প্রীতি ও শুভেচ্ছা

সমৃদ্ধি আসুক ধনতেরসে, লক্ষ্মী বসুক সবার ঘরে! শুভ ধনতেরস

অক্ষয় হোক সদাই সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে! শুভ ধনতেরস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসে না থেকে মাত্র ৮০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে রোজগার হবে মোটা টাকা! 
আরও দেখুন

ধনলক্ষ্মীর কৃপায় ঘুঁচে যাক দুঃখ, আসুক সুখ! শুভ ধনতেরস

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Happy Dhanteras 2025 Wishes: শুভ ধনতেরস ! বাড়িতে বসেই প্রিয়জনদের জানান সমৃদ্ধির শুভেচ্ছা! রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল