TRENDING:

ফাইল ট্রান্সফার করা এবার আরও সহজ করছে Google! আসছে Quick Share

Last Updated:

মনে করা হচ্ছে, ফিচারের সঙ্গে আরও কিছু যুক্ত করার জন্যই Google এই পরিবর্তন আনতে চলেছে। তাছাড়া, অনেকেই মনে করছেন Nearby Share-এর থেকে Quick Share নাম হিসেবেও বেশি ভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের একবার জোট বেঁধেছে Google এবং Samsung। এর আগে এই জোটের ফলেই বাজারে এসেছিল WearOS। এবার অন্য রকম সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা। এই দুই সংস্থার গাঁটছড়ায় এবার Android ব্যবহারকারীরা আসলে পেতে চলেছেন একটি উন্নত ফাইল ট্রান্সফার টুল। আসলে Google CES 2024-এই Google তার পরিচিত Nearby Share ফিচারকে নতুন চেহারা দিয়েছিল। এবার সেই ফিচারই আসছে Quick Share হিসেবে, বলা যায় রি-ব্র্যান্ডিং।
ফাইল ট্রান্সফার করা এবার আরও সহজ করছে Google! আসছে Quick Share
ফাইল ট্রান্সফার করা এবার আরও সহজ করছে Google! আসছে Quick Share
advertisement

মনে করা হচ্ছে, ফিচারের সঙ্গে আরও কিছু যুক্ত করার জন্যই Google এই পরিবর্তন আনতে চলেছে। তাছাড়া, অনেকেই মনে করছেন Nearby Share-এর থেকে Quick Share নাম হিসেবেও বেশি ভাল। তবে গত কয়েক বছর ধরেই Nearby Share ভাল কাজ করছে। কয়েক সপ্তাহ আগেও অবশ্য এই পরিবর্তনের আসল কারণ সম্পর্কে কোনও ধারণা পাওয়া যায়নি। তবে এটা বলাই যায়, এই পরিবর্তন প্রয়োজনীয় ছিল। কারণ ২০২০ সালে চালু হওয়া Samsung-এর নিজস্ব ফাইল ট্রান্সফার টুলের সঙ্গে মিলে যাচ্ছে এটি।

advertisement

আরও পড়ুন:  ১৪,০০০ টাকারও কমে এত ভাল ল‍্যাপটপ! Amazon-এ কীভাবে কিনবেন? এখনই জানুন

প্রাথমিক ভাবে Google এই Quick Share টুল ব্যবহার করতে চলেছে Windows PC-তে। তবে খুব শীঘ্রই এই নতুন ফাইল ট্রান্সফার টুল অন্য অনেক ব্র্যান্ড-এর সঙ্গে কাজ করতে পারবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ওই সব PC-তেও এই নতুন টুল প্রি-ইনস্টল করা থাকবে। এতে সব থেকে বেশি সুবিধা হবে তাঁদের যাঁরা একটি Android স্মার্টফোন এবং একটি Windows PC ব্যবহার নিয়মিত।

advertisement

আসলে, এই টুলের শুধু নামটাই বদলাবে। Nearby Share-এর মতোই কাজ করবে নতুন Quick Share। ফিচার চালু হলে ব্যবহারকারী নির্দিষ্ট ডিভাইসটি নির্বাচন করে নিতে পারবেন। ওই ডিভাইসের সঙ্গে নির্বাচিত ফাইল শেয়ার করা যাবে।

ব্যবহারকারী চাইলে নিজের ডিভাইসের ভিজিবিলিটি বন্ধ করে রাখতে পারেন যাতে সকলেই তাঁর ডিভাইসটি দেখতে না পান। Android-এ ফাইল ট্রান্সফারের জন্য দীর্ঘদিন ধরেই মানুষ ব্লু-টুথের উপর নির্ভরশীল ছিলেন। তারপর আসে Nearby Share।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Apple ব্যবহারকারীরা iPhone, Mac, iPad এবং অন্য সমস্ত Apple ডিভাইসের জন্য AirDrop সুবিধা পান। এবার সেই একই রকম সুবিধা পেতে চলেছেন Android ব্যবহারকারীরাও।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফাইল ট্রান্সফার করা এবার আরও সহজ করছে Google! আসছে Quick Share
Open in App
হোম
খবর
ফটো
লোকাল