Google-এর এই নতুন ফিচার Google Lens এই মাসের মধ্যেই লঞ্চ করা হবে। এর মাধ্যমে কোনও কনফারেন্সে (Conference) লাইভ স্ট্রিমড সার্চ (Live Streamed Search) করা সম্ভব। Google-এর তরফে জানানো হয়েছে যে অ্যাডভান্সড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের (Advance Artificial Intelligence Software) মাধ্যমে এটি সম্ভব হয়েছে। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন (Prabhakar Raghavan) জানিয়েছেন যে "কোনও শার্ট অথবা অন্য কোনও জিনিসের ছবি দেখে পছন্দ হলে, এবার থেকে লেন্স আইকনে প্রেস করে শুধু Google-কে সেটা জানালেই হবে। সেই একই রকমের শার্ট অথবা অন্য কোনও জিনিস কোথায় পাওয়া যায়, তা অতি সহজেই জানা যাবে"। এর ফলে ইউজাররা সেই জিনিস কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এবং তার ঠিকানা, দাম ইত্যাদি সব কিছুই জানতে পারবে। এর ফলে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ইউজারদের সুবিধা হবে।
advertisement
আরও পড়ুন- কাকে দেখাবেন প্রোফাইলের ছবি, সিলেক্ট করে রাখা যাবে WhatsApp-এ! জেনে নিন কায়দা
Google-এর এই নতুন ফিচার Google Lens-এর মাধ্যমে ভিডিও থেকেও যে কোনও জিনিস বেছে নেওয়া যাবে। ইন্টারনেটের সব থেকে বড় স্ট্রিমিং সার্ভিস Google-এর YouTube-এও এই সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে ভিডিওর নির্দিষ্ট কোনও জিনিসের ওপরেও লক্ষ্য রাখা যাবে।
প্রভাকর রাঘবন জানিয়েছেন "যদি কারও বাইক ভেঙে যায় এবং তার যদি সেটিকে ঠিক করার জন্য গাইডেন্সের দরকার হয়, তাহলে সে ভিডিও দেখেও সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারে। এক্ষেত্রে পয়েন্ট অ্যান্ড আসক মোডের (Point and Ask Mode) মাধ্যমে তারা সেই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশটুকুই শুধু দেখতে পাবে"। ইউজাররা যখন Google iOS অ্যাপ এবং ক্রোম ডেস্কটপ ব্রাইজারে (Chrome Desktop Browser) সার্ফিং করবে তখন তারা রিভার্স ইমেজ সার্চের সুবিধা পাবে। এর ফলে ইউজারদের সার্চ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।