TRENDING:

Vivo, OnePlus, Samsung-এর ফোনের ব্যাটারিতে বড়সড় সমস্যা ! কেন ঘটছে এমন ? জেনে নিন

Last Updated:

গুগল প্লে স্টোরের (Google Play Store) নতুন আপডেটের পর বেশি কিছু স্মার্টফোনে সমস্যা দেখা দিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুগল প্লে স্টোরের (Google Play Store) নতুন আপডেটের পর বেশি কিছু স্মার্টফোনে সমস্যা দেখা দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নতুন আপডেটে একটি বগ পাওয়া গিয়েছে, আর সেই কারণে OnePlus, Oppo আর Asus এর মতো জনপ্রিয় ব্যান্ডের স্মার্টগুলির ব্যাটারি জলদি শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও অনান্য বেশ কিছু রিপোর্টে এর বলা হয়েছে যে এই বগ Samsung, Vivo আর অন্যান্য অনেক মোবাইল কোম্পানির ফোন ক্ষতিগ্রস্থ হয়েছে।
advertisement

অ্যান্ড্রয়েড হেডলাইন এর একটি রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত এই সমস্যার আসল কারণ জানা যায়নি। তবে এটি অস্বাভাবিক সিপিইউ ব্যবহারের কারণে ঘটে থাকে, যার ফলে ফোনের ব্যাটারির উপরে খুব খারাপ প্রভাব পড়ে। রিপোর্টে এও বলা হয়েছে যে প্লে স্টোরের ডাউনলোড সার্ভিস বেশ কিছু মোবাইলের চিপসেটকে ওভাররাইড করে দিচ্ছে। এই সমস্যার সম্পর্কে যারা অভিযোগ করেছে তাঁরা কিছু স্ক্রিনসটও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটি বেশ বিস্ময়কর।

advertisement

এই বগ দ্বারা প্রভাবিত অনেক ডিভাইসের ব্যবহারকারীরা স্ক্রিনসট শেয়ার করেছে, যার থেকে জানা গিয়েছে যে প্লে স্টোরের জন্য তাঁদের ফোনের ব্যাটারি ৭০% ডিসচার্জ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে প্লে স্টোরের এই বগের জন্য লক্ষাধিক ইউজার সমস্যায় পড়েছেন। রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাস ব্যবহারকারীরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিশেষত, ২০১৮ সালের ওয়ানপ্লাস ৬ স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক সমস্যায় পড়েছেন।

advertisement

যদিও এখনও গুগল প্লে স্টোরের এই বগ সম্পর্কে কোনও মন্তব্য করেনি। উল্লেখযোগ্য,এই বগটি প্লে স্টোরের লেটেস্ট রিলিজ অর্থাৎ বিল্ড নম্বর ২২.০.১৮ এ উপস্থিত রয়েছে। গুগল এই নতুন ভার্সনটিকে ২৪ সেপ্টেম্বর রোলআউট করেছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও বেশ কিছু ইউজাররা এও দাবি করেছেন যে এই সিপিইউ-র সমস্যা লেটেস্ট গুগল নিউজ অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য হচ্ছে। উল্লেখযোগ্য, গত শুক্রবারই গুগল নিউজ অ্যাপটির জন্য নতুন আপডেট জারি করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo, OnePlus, Samsung-এর ফোনের ব্যাটারিতে বড়সড় সমস্যা ! কেন ঘটছে এমন ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল