TRENDING:

ভারতে আসতে চলেছে Google-এর Pixel 6a, শীঘ্রই লঞ্চ করা হতে পারে

Last Updated:

Google-এর তরফ থেকে Pixel 6a ফোনের ফিচার সম্পর্কে এখনও কিছু না জানানো হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: Google-এর আসন্ন I/O-তে রয়েছে একগুচ্ছ ঘোষণা। এর মধ্যে রয়েছে Google Pixel 6a ফোনও। ভারতে Google Pixel 6 সিরিজের ফোন লঞ্চ করা হবে না, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মনে করা হচ্ছে ভারতে লঞ্চ করা হতে চলেছে Google Pixel 6a ফোন। Google Pixel 6a ফোন লঞ্চ করা হতে পারে আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে। তবে আপাতত এটি জল্পনা, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানায়নি Google।
advertisement

ভারতে লঞ্চ করা হতে পারে Google Pixel 6a ফোন -

টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) জানিয়েছেন যে, ভারতে Google Pixel 6a ফোনের প্রাইভেট টেস্টিং পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। সুতরাং ধরে নেওয়াই যায় খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে চলেছে Google Pixel 6a ফোন। গুগল যদি এই Pixel 6a ফোন ভারতে লঞ্চ করে তা হলে এটি হতে পারে Google Pixel 4a এর পর ভারতে লঞ্চ করা পিক্সেল ফোন। মনে করা হচ্ছে অক্টোবর মাসে ভারতে লঞ্চ করা হতে পারে Google Pixel 6a ফোন। ভারতে Google Pixel 4a ফোন লঞ্চ করা হয়েছিল ২৯,৯৯৯ টাকায়। এ বার ভারতে লঞ্চ করা হতে চলেছে Google Pixel 6a ফোন। এক নজরে দেখে নিন কেমন হতে পারে Google Pixel 6a ফোনের ফিচার।

advertisement

Google Pixel 6a ফোনের সম্ভাব্য ফিচার -

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Google-এর তরফ থেকে Pixel 6a ফোনের ফিচার সম্পর্কে এখনও কিছু না জানানো হয়নি। তবে ফাঁস হয়েছে কিছু তথ্য। আর তা থেকেই জোর জল্পনা চলছে এই ফোন নিয়ে। সূত্রের খবর, Google Pixel 6a ফোনে থাকতে পারে ৬.২ ইঞ্চির ডিসপ্লে এবং হোল পাঞ্চ কাটআউট, ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে পিছন দিকে থাকতে পারে দু’টি ১২ মেগাপিক্সেলের সেন্সর। তবে সেলফি ক্যামেরা কেমন হতে পারে, তা নিয়ে এখনও কোন ইঙ্গিত দিতে পারেননি টিপস্টাররা। মনে করা হচ্ছে Google Pixel 6a-এ ব্যবহার করা হতে পারে টেনসর জিএস১০১ চিপসেট। প্রথম ব্যবহার করা হতে পারে Android 13। তবে এখনও পর্যন্ত Google Pixel 6a ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ভারতে Google Pixel 6a ফোনের দাম হতে পারে ৩০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে। কিন্তু কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে আসতে চলেছে Google-এর Pixel 6a, শীঘ্রই লঞ্চ করা হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল