এই ফিচারে মেশিন লার্নিং টুল অন্তর্ভুক্ত করা রয়েছে যা এনহান্স ও কালার পপ এডিটের ক্ষেত্রে পরামর্শ দেবে। Google-এর দাবি এই ফিচারের সূত্র ধরে আরও উন্নত এডিটিং দক্ষতা সহকারে iOS অ্যাপে আসবে। এবার iOS গ্রাহকদের ফটো ছাড়াও একে বারে নতুন ধারার ভিডিও এডিটিং-এর অভিজ্ঞতা দেবে Google Photos App।
ভিডিও এডিটিং-এর নতুন ফিচারে থাকবে ট্রিমিং, স্টেবিলাইজেশন, ক্রপিং, কনট্রাস্ট, হাইলাইট নিয়ন্ত্রণ করার সুবিধা সহ আরও অনেক কিছু।
advertisement
iOS ১৫-এ Apple Photos এর নতুন ফিচারটির ঘোষণা ঠিক যেই সময় হয়েছে, যখন তার সমসাময়িক মুহূর্তেই প্রায় iPhone-এ Google-এর এই নতুন ফিচারটি যুক্ত হয়েছে। Google Photos App আপডেটটি এখন iOS ডিভাইজে রোল আউট করা হচ্ছে। এর ফলে বোঝা যাবে iPhone-এর ব্যবহারকরীরা কতটা স্বতঃস্ফূর্ত। Android-এর ক্ষেত্রে কিছু ফটো এডিটিং ফিচার চালাতে Google One সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়ে। সম্ভবত iOS-এর ক্ষেত্রেও তেমনটাই হবে।
Google Photos গত বছরের অক্টোবরে Android-এ ফটো এডিটিং সফ্টওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে। এর পর ২০২১ সালের এপ্রিল মাসে Android ভিডিও এডিটর হিসেবে Android ফোনে এর ব্যবহার শুরু হয়। ক্রপিং, ভিডিও রোটেট করা, নানা ধরনের ফিল্টার, ব্রাইটনেস ও কনট্রাস্ট বদলানোর নানা ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনে। প্রসঙ্গত, ইতিমধ্যে ১ জুন থেকে নতুন নিয়ম চালু হয়েছে। এখন আর বিনামূল্যে Google Photos-এ স্মার্টফোনের ছবির ব্যাক আপ রাখা যাবে না। বিনামূল্যে ১৫ জিবি ছবি আপলোড করা যাবে মাত্র, তার পরে পয়সা দিতে হবে।