TRENDING:

Google Maps speed limit warning: নতুন রাস্তায় স্পিড লিমিট নিয়ে সমস্যায়? সাহায্য করবে Google Map-এর এই নতুন ফিচার!

Last Updated:

Google Maps speed limit warning: যাতে স্পিড লিমিট ব্রেক না হয় এবং ফোনেই তার অ্যালার্ট পাওয়া যায় তার জন্য নতুন ফিচার আনছে Google Maps।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাস্তায় গাড়ি চালাতে চালাতে সিগন্যালের দিকে তো খেয়াল রাখতেই হয়, খেয়াল রাখতে হয় রাস্তায় থাকা বিভিন্ন ইন্ডিকেটরের দিকেও। যারা নতুন গাড়ি চালাচ্ছে বা নতুন কোনও রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদের ক্ষেত্রে এই সবটা দেখে চলা অনেক সময় সমস্যার হয়। তবুও স্পিড লিমিট, গাড়ি রিপায়ারের জায়গা বা পার্কিয়ের জায়গার দিকে নজর দিতে হয়। অনেক দেশে স্পিড লিমিট ব্রেক করা দণ্ডনীয় অপরাধ। যাতে স্পিড লিমিট ব্রেক না হয় এবং ফোনেই তার অ্যালার্ট পাওয়া যায় তার জন্য নতুন ফিচার আনছে Google Maps।
গুগল ম্যাপের নতুন সুবিধা
গুগল ম্যাপের নতুন সুবিধা
advertisement

সম্প্রতি Google-এর তরফে জানানো হয়েছে, Google Maps-এই এই Google Maps Speed Limit warning ফিচারটি যুক্ত করা হয়েছে। গাড়ি চালানোর সময় অচেনা রাস্তায় যেভাবে পথ দেখায় এই অ্যাপ সেভাবেই স্পিড লিমিট সম্পর্কেও অবগত করবে। যাতে অচেনা রাস্তায়, অচেনা কোনও শহরে বা দেশে গাড়ি চালাতে সমস্যা না হয় বা গাড়ি চালাতে গিয়ে এই ধরনের কোনও নিয়ম লঙ্ঘন না হয়।

advertisement

তবে, Google Maps চালিয়েও আশপাশের সিগন্যাল, ইন্ডিকেটর একটু আধটু যেমন দেখতে হয়, তেমনই এক্ষেত্রেও চোখ খোলা রেখে চলতে হবে। পুরোপুরি এই ফিচারের উপর নির্ভর করে না চলাই ভালো। এছাড়াও অনেক জায়গায় বিভিন্ন কারণে রাস্তা বন্ধের বা স্পিড সম্পর্কে বিভিন্ন অ্যালার্ট দেওয়া হয়, সেগুলিও কিন্তু নিজেদেরই দেখে নিতে হবে।

আরও পড়ুন: প্রায় গোটা বঙ্গেই ভাইরাল ফিভারের হানা! জেলাভিত্তিক পরিসংখ্যান রীতিমতো আতঙ্কের

advertisement

হঠাৎ দেওয়া বা সাময়িকভাবে দেওয়া কোনও অ্যালার্ট এই অ্যাপ ফিচারে দেখাতে না-ও পারে।

বিশ্বের সব দেশের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। কয়েকটি দেশ এবং এলাকা রয়েছে যার স্পিড লিমিট অ্যালার্ট আপাতত এই অ্যাপে পাওয়া যাবে। যারা এই স্পিড লিমিট অ্যালার্টের সুবিধা নিতে চায় তাদের এই লিস্টটি ব্যবহারের আগে দেখে নিতে বলা হচ্ছে কারণ লিস্টটি প্রায় প্রতি দিনই আপডেট হয়।

advertisement

কী ভাবে পাওয়া যাবে Google Maps Speed Limits ফিচার?

১. প্রথমেই মনে রাখতে হবে, নিজের ফোনে Google Maps-এর আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে বা পুরনো ভার্সন আপডেট করে নিতে হবে।

২. এবার Google Maps অ্যাপ খুলে প্রোফাইল ফটোয় ক্লিক করতে হবে এবং সেটিংয়ে পৌঁছে যেতে হবে।

৩. নেভিগেশন সিলেক্ট করতে হবে এবং ড্রাইভিং অপশন খুঁজে নিতে হবে।

advertisement

৪. এখানেই স্পিড লিমিটের অপশন পাওয়া যাবে। স্পিড লিমিট ও স্পিডোমিটার অন করতে হবে এবং Google Maps-এ ফিরে যেতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫. গাড়ি চালানোর সময় পাশে থাকা ব্যক্তিকে বা বলতে হবে স্পিড দেখাচ্ছে কি না তা চেক করে নিতে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Maps speed limit warning: নতুন রাস্তায় স্পিড লিমিট নিয়ে সমস্যায়? সাহায্য করবে Google Map-এর এই নতুন ফিচার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল