ফোনট তিনটি রঙে-ব্ল্যাক, ব্লু ও সিলভার রঙেপ মডেলে পাওয়া যাবে ৷ ৫ ও ৫.৫ ইঞ্চি দুইটি স্ক্রিন সাইজে পিক্সেল লঞ্চ করেছে গুগল ৷ গুগল পিক্সেল ও গুগল পিক্সেল XL। তাইওয়ানের টেক কোম্পানি HTC তৈরি করেছে ফোনটি ৷ তবে মার্কেটিং ও ব্র্যান্ডিং গুগল নিজেই করেছে ৷ ব্যাটারি ফোনটির USP হল চার্জ হতে মাত্র ১৫ মিনিট সময় লাগবে ৷ ১৫ মিনিট চার্জ দিলেই ৭ ঘণ্টা ব্যবহার করা যাবে ফোনটি ৷
advertisement
গুগলের স্মার্টফোনটিতে থাকছে অ্যালুমিনিয়াম ইউনিবডি। স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১ নউগাট অপারেটিং সিস্টেম ৷ থাকছে পিক্সেল ইমফ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এক নজরে দেখে নিন ফোনটি কী কী ফিচার্স রয়েছে -
ডিসপ্লে- ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে / ৫ ইঞ্চি ফুল HD স্ক্রিন
ব্যটারি - ৩৪৫০ / ২৭৭০mAH
প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর
রিয়ার ক্যামেরা- ১২.৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা- ৮ মেগাপিক্সেল
র্যাম - ৪ জিবি
স্টোরেজ - ৩২ জিবি ও ১২৮ জিবি