অনেকেই ঠিক করে রেখেছেন যে অফিস থেকে ফিরে নেটফ্লিক্স দেখে সময় পার করবেন। ইতিমধ্যেই এই দিনটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে বেশ কয়েকটি মেম। আর এবার এর মধ্যে সামিল হয়েছে গুগল ইন্ডিয়াও। এই দিনটিকে সামনে রেখে বেশ কয়েকটি মেম প্রকাশ করেছে গুগল ইন্ডিয়াও। সঙ্গে রয়েছে একাকীত্বের মধ্যেও আনন্দ পাওয়ার জন্য ইউটিউবে কোন গান শুনে নিতে পারেন।
advertisement
বুধবার গুগল ইউটিউবে ‘দিল চাহতা হ্যায়’ ছবির ‘তানহাই’ গানটি শোনার পরামর্শ দিয়েছে। আর তারই সঙ্গে রয়েছে নয়ন জুড়ানো মেম। গুগলের এই পোস্ট লাইক পাচ্ছে হু হু করে। রিটুইটও হচ্ছে ঝড়ের গতিতে। আর তারই সঙ্গে রয়েছে মজাদার কমেন্টও।
advertisement
advertisement
গুগলের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব সিঙ্গলদের জন্য ‘এফ’ লিখতে বলছে। তারপরেই দেখুন কী হয়-
advertisement
Location :
First Published :
February 08, 2020 4:08 PM IST