টিকিট কাটার কাজটা আরও সহজ করার জন্য গুগল কিছু ফিচার যোগ করেছে। এর মধ্যে প্রাইস ট্র্যাকিং, অ্যালার্ট তো আছেই, সস্তার টিকিটের জন্য একাধিক ওয়েবসাইট অ্যাক্সেসের সুযোগ দিচ্ছে গুগল।
সম্প্রতি গুগল ফ্লাইটসের পাশাপাশি গুগল নিয়ে এসেছে সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স বা এসজিই। এতে আছে নতুন ফিচার। সেটা হল, ইউজাররা বিমানের টিকিটের সর্বনিম্ন মূল্য বা টিকিটের দামের ট্রেন্ড সম্পর্কেও জানতে পারবেন।
advertisement
আরও পড়ুন- ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না’! শিলিগুড়ির মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
শুধু তাই নয়, ইউজার যেখানে যেতে চাইছেন সেখানে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটার সঠিক সময় কোনটা, তাও জানা যাবে এই ফিচার থেকে।
কেন এই ফিচার গুরুত্বপূর্ণ: যাঁরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন বা বিমানের টিকিট কাটতে চান, তাঁদের জন্য এই ফিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টিকিট বুক করার এবং সবচেয়ে সস্তায় টিকিট পাওয়ার সঠিক সময় জানার চেয়ে ভাল আর কিছু হয় না।
বেড়াতে যাওয়ার জন্য ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে না বরং সস্তায় বেড়ানোর পরিকল্পনা করতেও সাহায্য করে এই ফিচার।
আরও পড়ুন- আজ উত্তরের একই শহরে দুই হেভিওয়েট, শিলিগুড়িতে কর্মসূচি মমতা-শুভেন্দুর
ফিচার ব্যবহারের পদ্ধতি: সবার আগে গুগলের এসজিই প্রোগ্রামে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য, labs.google.com-এ গিয়ে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করার পর ঢুকতে হবে এসজিই-তে। সেখানে নাম নথিভুক্ত করতে হবে। এবার –
ফোন বা কম্পিউটার থেকে খুলতে হবে গুগল সার্চ।
এবার গুগল ফ্লাইটসে গিয়ে গন্তব্যের বিবরণ, ভ্রমণের তারিখ, যাত্রী সংখ্যা লিখে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
সামনে আসবে রেজাল্ট। তাতে গন্তব্যের জন্য উপলব্ধ ফ্লাইটের তালিকা থাকবে। এখানেই থাকবে এসজিই বিভাগ। সেই গন্তব্যের জন্য ফ্লাইট টিকিটের দামের ট্রেন্ড বিশ্লেষণ করবে এবং ইউজারকে জানাবে এটা টিকিট কাটার সঠিক সময় কি না। যদি না হয়, তাহলে টিকিট বুক করার সঠিক সময়ও জানিয়ে দেবে এসজিই।