গুগল অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন ব্যবহার করতে চলেছে টিভিতে। এর ফলে স্মার্ট টিভির সেটিংয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে। এর মাধ্যমে টিভির ইন্টারফেসে পরিবর্তন হবে। কিন্তু জানা গিয়েছে যে অ্যান্ড্রয়েড ১২-র (Android 12) ইন্টারফেসের থেকে অ্যান্ড্রয়েড ১৩-র ইন্টারফেসের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করা হবে না। জানা গিয়েছে যে আগামী কয়েক মাসে গুগল স্মার্ট টিভিতে বেশ কিছু ফিচার যুক্ত করতে পারে। বিগত বছরে যে সমস্ত টুল ব্যবহার করা হত, তার পরিবর্তে নিয়ে আসা হতে পারে নতুন টুলস। একই সঙ্গে নতুন স্মার্ট টিভিতে ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের নতুন সফটওয়্যার। কারণ এখন নতুন মডেলের টিভি বেশি লঞ্চ করা হচ্ছে। এর ফলে আগের বিভিন্ন ফিচার এবং টুলসের ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিযোগিতায় পিছিয়ে থাকার ঝুঁকি থেকে যাচ্ছে। এর ফলে গুগলের তরফে ব্যবহার করা হতে চলেছে ওয়েওয়ার্ড সফটওয়্যার সেটআপ। গুগলের বিভিন্ন পার্টনার এবং ম্যানুফ্যাকচার এই একই সফটওয়্যার সেটআপ ব্যবহার করতে চলেছে।
advertisement
আরও পড়ুন: 'ল্যান্ড করা দো' ভাইরাল যুবকের সঙ্গে প্যারাগ্লাইডিং করলেন আলিয়া ভাট! মাঝ আকাশে খাওয়ালেন চকলেট!
১১ মে, ২০২২ থেকে নিজস্ব চ্যানেলে লাইভ মাধ্যমে অনুষ্ঠিত হয়ে চলেছে গুগল আই/ও ২০২২। এখন সকলের চোখ এটার উপরেই। মনে করা হচ্ছে সেখানেই গুগল ঘোষণা করতে পারে তাদের নতুন অ্যান্ড্রয়েড ১৩ টিভি ভার্সনের ফিচার এবং আপগ্রেড সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী অ্যান্ড্রয়েড টিভি ১৩ পরীক্ষা করেছে পিকচার ইন পিকচার মোড। এর ফলে মনে করা হচ্ছে গুগল নতুন অ্যান্ড্রয়েড ১৩ টিভিতে ব্যবহার করতে পারে লেটেস্ট ডিসপ্লে রেশিও ফিচার। এবার শুধু দেখার জল্পনার কতটা মেলে আর কখনই বা গুগল এর ঘোষণা করে!