তাই তাই বাড়িতে থাকতে থাকতে অনাকেই বোর হয়ে গিয়েছেন। এবার সবার মনোরঞ্জন করতে, সময় কাটাতে সাহায্য করতে আর সবার মোন দেখে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গুগল ফিরিয়ে আনল তার জনপ্রিয় পুরনো ডুডল গেম। গুগল তাদের কয়েকটি জনপ্রিয় ইন্টারেক্টিভ গুগল ডুডল গেম ফিরিয়ে আনতে একটি বিশেষ ডুডল শেয়ার করেছে। আজের ডুডলে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা কম্পিউটারে গেল খেলতে ব্যস্ত। আজকের ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম।
advertisement
ডুডলে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন গুগলের ২০১৭ সালের গেমে কোডিং-এ। আর সেই গেয়ামটিকে ফের একবার লঞ্চ করল গুগল। গুগল ডুডলের বিষণ জনপ্রিয় গেম এই কিড কোডিং। এই গেমটি ২০১৭ সালে কিড কোডিং-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে লঞ্চ করেছিল গুগল। আজকের কোডিং গেম বাচ্চাদের জন্য আরও বেশি মজার। গেমটিতে একটি খরগোশের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং গেমটি জিততে সমস্ত গাজর সংগ্রহ করতে হবে খরগোশের জন্য।
তাই আপনিো যদি ঘরবন্দিতে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে তাহলে অনায়াসে ট্রাই করে দেখতে পারেন ডুডলের এই গেম।