TRENDING:

৫০-এ প্রাইড, গুগল ডুডলে দেখে নিন লড়াইয়ের ইতিহাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমলিঙ্গ স্বীকৃতির ৫০তম বার্ষিকী উদযাপনে মাতল Google। LGBTQIA+ দের গর্বের অধ্যায়কে স্মরণ করে আজ, মঙ্গলবারের ডুডল তৈরি করা হয়েছে। Google সম্মান জানাল সেই মানুষদের যাঁদের গে (gay), লেসবিয়ান (lesbian), ট্রান্সজেন্ডার (transgender) এবং উভকামীর (bisexual) তকমা দিয়ে ঘৃণায় দূরে সরিয়ে রেখেছিল সমাজ।
advertisement

নিউ ইয়র্কে ১৯৬৯ সালের ২৮ জুন পুলিশ হানার প্রতিবাদে সমপ্রেমী সম্প্রদায়ের ধারাবাহিক আন্দোলনই স্টোনওয়াল রায়টস নামে পরিচিত। আমেরিকায় সমপ্রেমী আন্দোলনের দিশারী হিসেবে মনে করা হয় সেই প্রতিবাদকে। তখন থেকেই জুনকে প্রাইড মান্থ অর্থাত্‍‌ গর্বের মাস হিসেবে উদ‌যাপন করা হয়। চলতি মাসটিকে তাঁদের উদ্দেশ্য উতসর্গ করল ডুডলার নেট সোয়াইনহার্ট।

রঙের ক্ষেত্রে সিনথিয়ার মন্তব্য, এমন অনেক রঙ আছে যা সমকামীদের পক্ষ সমর্থন করে। যা এই বিশেষ ধরনের মানুষদের মানসিকতার সঙ্গে খাপ খায়। তাঁদের অনুভূতি, ভাবনার ক্রকাশ ঘটায়। সেই সব রঙই গুগল ডুডলে (Google Doodle) ব্যবহারে করেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ নিউইয়র্ক সিটির ক্রিস্টোফার রোডে আজ বিশাল আকারে শোভাযাত্রার মাধ্যমে এই উদযাপন অনুষ্ঠিত হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৫০-এ প্রাইড, গুগল ডুডলে দেখে নিন লড়াইয়ের ইতিহাস