তাই বাড়িতে থাকতে থাকতে অনেকেই বোর হয়ে গিয়েছেন। আপনার মনোরঞ্জন করতে, সময় কাটাতে সাহায্য করতে আর সবার মন থেকে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গুগল ডুডল একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হচ্ছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। আজকের গুগল ডুডল-গেম হল হ্যালোইন। ২০১৬ সালে হ্যালোইনের সময় এই ডুডলটি লঞ্চ করেছিল গুগল।
advertisement
হ্যালোইন মানেই যে ভূত এ তো আমরা সবাই জানি। টাই আজকের খেলাও ভূতেরদের সঙ্গে। এই গেমে একটি মোমো নামে বিড়াল রয়েছে, যার থেকে আপনি পেয়ে যাবেন যাদুদণ্ড। এবার ভূতদের সঙ্গে লড়তে হবে এবং যতটা সম্ভব স্কোর করার চেষ্টা করতে হবে। ভূতকে মারার জন্য ভূতের মাথায় একটি চিহ্ন রয়েছে, সেই চিহ্নটিকে সোয়াইপ করতে হবে এতে ভূত মরে যাবে। আজকের এই হ্যালোইন গেমে ৫টি লেবেল আছে। লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ক্লাসরুম, জিম এবং স্কুল বিল্ডিং-এর ছাদ।
২৭ এপ্রিল থেকে আগামী দুই সপ্তাহ গুগলের হোম পেইজে ক্লিক করলে গেইম খেলা যাবে। গত কয়েক বছরে যত গেম বা মিনি গেম গুগলের হোমপেজে দেখা গিয়েছে সেগুলি গুগল ডুডল ব্লগে আর্কাইভ হিসেবে সংক্ষিত আছে। সেই গেইমগুলির মধ্যে থেকে জনপ্রিয় ১০টি ডুডল গেমকে আবার খেলার সুযোগ দিচ্ছে গুগল।