গুগল নিয়ে এসেছে নতুন এডিট অপশন। এটি নিয়ে আসা হয়েছে ওয়ার্কস্পেস কাস্টমার, লিগাসি জি স্যুট বেসিক এবং বিজনেস কাস্টমারদের জন্য। জানা গিয়েছে যে গুগলের তরফে এটি চালু করা হবে মে মাসের ২৫ তারিখ থেকে। গুগলের এই নতুন এডিট অপশন সবাই ব্যবহার করতে পারবেন এটি চালু করার ১৫ দিনের মধ্যে। গুগল ডকসের মাল্টি সিলেক্টিং টেক্সট একই খুবই সুবিধাজনক ফিচার। নতুন এই ফিচারের ক্ষেত্রে গুগল ব্যবহার করেছে ক্লাসিক সিলেক্ট এবং কন্ট্রোল/কমান্ড টুল। এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই ফিচার কী ভাবে ব্যবহার করতে হবে।
advertisement
কোনও লেখার বিভিন্ন প্যারায় ফরম্যাট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে প্রথম টেক্সট অথবা বাক্য। এরপর প্রেস করতে হবে কন্ট্রোল অথবা কমান্ড বাটন উইন্ডোজ অথবা ম্যাকওএস সিস্টেমের ক্ষেত্রে। এরপর নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। এর আগে যে কোনও একটা টেক্সট সিলেক্ট করে সেটা এডিট করা যেত। এখন নতুন ফিচারের সাহায্যে একসঙ্গে অনেকগুলো টেক্সট সিলেক্ট করে সেটা এডিট করা সম্ভব।
আরও পড়ুন: ক্ষতিকর রাসায়নিকে ২৪ ঘণ্টায় কাঁচা আম পাকা! মালদার আমে মারাত্বক ক্ষতির ভয়!
গুগলের তরফে জানানো হয়েছে যে, নতুন এই ফিচারের মাধ্যমে যে কোনও দুটি ব্লক অথবা টেক্সট সিলেক্ট করা যাবে। এছাড়াও এই ফিচারের মাধ্যমে টেক্সটের হাইলাইট, ফন্ট টাইপ, সাইজ, কালার ইত্যাদি পরিবর্তন করা যাবে। এর ফলে যে কোনও দুটি হেডিং একবারেই এডিট করা সম্ভব হবে। জানা গিয়েছে যে গুগল আরও বিভিন্ন ধরনের নতুন ফিচার যুক্ত করতে চলেছে গুগল ডকসে।