TRENDING:

Google Docs: একই সঙ্গে সিলেক্ট করা যাবে অনেক লেখা! তার পর? জানুন গুগল ডকস-এর নয়া ফিচার নিয়ে!

Last Updated:

Google Docs: এটি এনেবল না করা হলেও এর মাধ্যমে কপি এডিটিং করা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গুগলের (Google) একটি অতি জনপ্রিয় ওয়ার্কস্পেস ইকোসিস্টেম হল গুগল ডকস (Google Docs)। এটি ব্যবহার করা হয় অনেক ধরনের কাজের ক্ষেত্রে। এই সপ্তাহে গুগল ডকস নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এর মাধ্যমে একই সঙ্গে আলাদা আলাদা দুটি ব্লক সিলেক্ট করা সম্ভব হবে। এটি ইউজারদের খুবই সাহায্য করবে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে। গুগল একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, নতুন এই ফিচারের মাধ্যমে একই সঙ্গে সিলেক্ট করা যাবে অনেকগুলি লেখা। সেই সমস্ত লেখা সিলেক্ট করে সেটাকে ডিলিট, কপি, পেস্ট ফরম্যাট ইত্যাদি করা যাবে। জানা গিয়েছে যে গুগলের নতুন এই ফিচার চালু করা হয়েছে ডিফল্ট হিসাবে। এর ফলে এটি এনেবল না করা হলেও এর মাধ্যমে কপি এডিটিং করা যাবে।
advertisement

গুগল নিয়ে এসেছে নতুন এডিট অপশন। এটি নিয়ে আসা হয়েছে ওয়ার্কস্পেস কাস্টমার, লিগাসি জি স্যুট বেসিক এবং বিজনেস কাস্টমারদের জন্য। জানা গিয়েছে যে গুগলের তরফে এটি চালু করা হবে মে মাসের ২৫ তারিখ থেকে। গুগলের এই নতুন এডিট অপশন সবাই ব্যবহার করতে পারবেন এটি চালু করার ১৫ দিনের মধ্যে। গুগল ডকসের মাল্টি সিলেক্টিং টেক্সট একই খুবই সুবিধাজনক ফিচার। নতুন এই ফিচারের ক্ষেত্রে গুগল ব্যবহার করেছে ক্লাসিক সিলেক্ট এবং কন্ট্রোল/কমান্ড টুল। এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই ফিচার কী ভাবে ব্যবহার করতে হবে।

advertisement

কোনও লেখার বিভিন্ন প্যারায় ফরম্যাট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে প্রথম টেক্সট অথবা বাক্য। এরপর প্রেস করতে হবে কন্ট্রোল অথবা কমান্ড বাটন উইন্ডোজ অথবা ম্যাকওএস সিস্টেমের ক্ষেত্রে। এরপর নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। এর আগে যে কোনও একটা টেক্সট সিলেক্ট করে সেটা এডিট করা যেত। এখন নতুন ফিচারের সাহায্যে একসঙ্গে অনেকগুলো টেক্সট সিলেক্ট করে সেটা এডিট করা সম্ভব।

advertisement

আরও পড়ুন: ক্ষতিকর রাসায়নিকে ২৪ ঘণ্টায় কাঁচা আম পাকা! মালদার আমে মারাত্বক ক্ষতির ভয়!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গুগলের তরফে জানানো হয়েছে যে, নতুন এই ফিচারের মাধ্যমে যে কোনও দুটি ব্লক অথবা টেক্সট সিলেক্ট করা যাবে। এছাড়াও এই ফিচারের মাধ্যমে টেক্সটের হাইলাইট, ফন্ট টাইপ, সাইজ, কালার ইত্যাদি পরিবর্তন করা যাবে। এর ফলে যে কোনও দুটি হেডিং একবারেই এডিট করা সম্ভব হবে। জানা গিয়েছে যে গুগল আরও বিভিন্ন ধরনের নতুন ফিচার যুক্ত করতে চলেছে গুগল ডকসে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Docs: একই সঙ্গে সিলেক্ট করা যাবে অনেক লেখা! তার পর? জানুন গুগল ডকস-এর নয়া ফিচার নিয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল