ল্যাপটপ আইকন ইন অ্যাড্রেস বার -
স্টেপ ১ - প্রথমেই ক্রোম ওয়েব পেজের অ্যাড্রেস বারে ক্লিক করতে হবে।
স্টেপ ২ - এরপর সিলেক্ট করতে হবে 'সেন্ড দিস পেজ' (Send this page) অপশন।
স্টেপ ৩ - এরপর সিলেক্ট করতে হবে 'সেন্ড ইয়োর ডিভাইসেস' (Send your devices) অপশন।
স্টেপ ৪ - সেই ডিভাইস সিলেক্ট করতে হবে, যেখানে সেই ট্যাব সেন্ড করা দরকার।
advertisement
স্টেপ ৫ - এরপর সিলেক্ট করতে হবে 'সেন্ডিং' (sending) পপআপ।
স্টেপ ৬ - এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।
রাইট ক্লিক অন দ্য ওয়েব পেজ ইউআরএল (URL) -
স্টেপ ১ - অ্যাড্রেস বারের পেজ ইউআরএল (URL) হাইলাইট করতে হবে।
স্টেপ ২ - ইউআরএলে রাইট ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - সেন্ড টু (Send To)অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন বিপদ ‘Dirty pipe’
রাইট ক্লিক অন দি ওয়েব পেজ -
স্টেপ ১ - ওপেন করতে হবে ওয়েব পেজ এবং রাইট ক্লিক করতে হবে।
স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে সেন্ড টু অপশনে। যে ডিভাইসে পাঠানো দরকার, সেই ডিভাইসে।
স্টেপ ৩ - এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।