গুগলের নামের পেছনের গণিত:
গুগলের নাম সবসময় গুগল ছিল না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই পিএইচডি ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন যখন প্রথম এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেন, তখন এটি ‘BackRub’ নামে পরিচিত ছিল। ১৯৯৭ সালে, তারা নতুন নাম নিয়ে ভাবতে শুরু করেন। তারা গণিতশাস্ত্রের একটি বিশাল সংখ্যা ‘Googolplex’ নিয়ে আসেন, কিন্তু পরে ছোট শব্দ ‘Googol’ (১-এর পরে ১০০টি শূন্য) ব্যবহার করার সিদ্ধান্ত নেন।
advertisement
আরও পড়ুন: OnePlus 15-এর ছবি ফাঁস! নজরকাড়া বোল্ড ডিজাইন, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর
গুগলের নামকরণের সঙ্গে জড়িত আরেক স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট শন অ্যান্ডারসন ডোমেইনটি অনলাইনে খুঁজতে গিয়ে ভুল করে ‘Googol’-এর পরিবর্তে ‘Google’ টাইপ করে বসেন। ল্যারি পেজের নামটি পছন্দ হয়, এবং কয়েক ঘণ্টার মধ্যেই google.com ডোমেইনটি নিবন্ধিত হয়। এভাবেই একটি বানান ভুলের মাধ্যমে জন্ম নেয় আজকের বিশ্বখ্যাত সার্চ জায়ান্ট।
শুধুই সার্চ ইঞ্জিন নয়:
১৯৯৮ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে জন্ম নেওয়া এই সংস্থাটি আজ আর কেবল সার্চ ইঞ্জিনে সীমাবদ্ধ নেই। গুগল এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে রয়েছে জি-মেইল (Gmail), ইউটিউব (YouTube), গুগল ম্যাপস (Google Maps), অ্যান্ড্রয়েড (Android) এবং তাদের নিজস্ব এআই (AI) উদ্ভাবন যেমন বার্ড (Bard) ও জেমিনি (Gemini)।
আরও পড়ুন: ৩২ হাজার টাকার ট্রিপল ডোর ফ্রিজ এখন মাত্র ১০ হাজার টাকা, ফ্লিপকার্টের বিশেষ অফার, EMI-ও খুব কম
গুগলের এই ২৭তম জন্মদিনের ডুডল কেবল অতীতকে স্মরণ করায় না, বরং এআই, স্মার্ট ডিভাইস এবং ভবিষ্যতের উদ্ভাবনের দিকেও ইঙ্গিত করে। প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাতে গুগলের ৩০তম জন্মদিনে তারা বিশ্বের কাছে কী নতুন চমক নিয়ে আসে, তা দেখার জন্য এখন থেকেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।