একটি ব্লগ পোস্টে, YouTube-এর আসন্ন পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা দিয়েছে Google। সংস্থাটি লিখেছে, ‘Bard-যাতে YouTube ভিডিও বুঝতে পারে, সেজন্য প্রথম পদক্ষেপ করছি আমরা। উদাহরণস্বরূপ, আপনি যদি অলিভ অয়েল কেক তৈরির ভিডিও খোঁজেন, তাহলে এখন জিজ্ঞাসা করা যেতে পারে, প্রথম ভিডিও-র রেসিপি-তে কতগুলি ডিম প্রয়োজন।’
সংস্থাটি আরও দাবি করেছে, ব্যবহারকারীদের দাবি অনুযায়ী YouTube ভিডিওগুলির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা বাড়াতে চাওয়া হচ্ছে৷ সেই লক্ষ্যেই কিছু ভিডিও-র বিষয়বস্তু বোঝার জন্য YouTube Extension বাড়ছে। যাতে Bard-এর সঙ্গে আরও নিবিড় যোগ তৈরি হয় ব্যবহারকারীর।
advertisement
Bard-এর এই YouTube Extension গত সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। তবে তা নির্দিষ্ট ভিডিও খোঁজার জন্য ব্যবহার করা যাচ্ছিল। এবার সেখানে Bard-এর উন্নতি করা হচ্ছে। YouTube ভিডিও থেকে নির্দিষ্ট প্রশ্নের উত্তরও সে দিতে পারবে। এতে ব্যবহারকারীর সময় বাঁচবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে নয়া ফিচার! শুধু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কীভাবে শেয়ার করবেন পোস্ট? জেনে নিন
আরও পড়ুন: দামি দামি গিজার ছাড়ুন…! বাড়িতে আনুন সস্তার এই বালতি! জিরো ডিগ্রিতেও মিলবে টগবগে ফুটন্ত জল
YouTube-এর জেনারেটিভ AI ফিচার—
Bard-এ এই নতুন আপগ্রেড এমন সময়ে করা হচ্ছে, যখন ভিডিও স্ট্রিমিং জায়ান্ট YouTube-এ নতুন কিছু আকর্ষণীয় AI ফিচার চালু করেছে। এর উদ্দেশ্যই হল ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ তৈরি করা।
যদিও এই ফিচারগুলি প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে। কিছু YouTube প্রিমিয়াম সদস্য youtube.com/new-এ সেগুলি ব্যবহারের সুযোগ পেতে পারেন।
প্রথম পরীক্ষার লক্ষ্য হল দীর্ঘ ভিডিও-গুলিতে বিস্তৃত মন্তব্য বিভাগে নেভিগেট করা সহজ করা। সহজে বোধগম্য বিষয়গুলিতে মন্তব্যগুলি সংগঠিত করতে AI প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
অন্য একটি নতুন ফিচার হল বিষয়বস্তু গভীর বোঝার জন্য উৎসাহিত করা। এজন্য ক্যুইজের মতো বিষয়ও চালু করা হচ্ছে।