গুগলের মতে, অ্যালোর প্রতিটি চ্যাট ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মাধ্যমে এনক্রিপটেড ৷ ফলে চ্যাটের সেন্ডিং ও রিসিভিং এন্ডে থাকা মানুষটি ছাড়া আর কেউ চ্যাটের কথা জানতে পারবেন না ৷ এরসঙ্গে গুগল অ্যালো চ্যাটের আরও একটি সুবিধা হল, ব্যবহারকারী ইচ্ছামতো সময়ের জন্য অথবা বরাবরের জন্য চ্যাটের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন ৷ এমনকী মেসেজের সিস্টেমে সেভ থাকার সময়সীমাও ঠিক করতে পারবেন ব্যবহারকারী ৷
advertisement
গুগল অ্যালো অ্যাপ যাদের কাছে নেই তাদেরকেও অ্যালো-র মাধ্যমে এসএমএস অথবা মেসেজ পাঠাতে পারবেন অ্যালো গ্রাহকরা ৷ তবে গুগল অ্যালো-র এই সুবিধাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে ৷
শুধু তাই নয় চ্যাট চলাকালীনই গুগল অ্যালোতে সোজাসুজি গুগল সার্চ করা যাবে ৷ উদাহরণ স্বরূপ বলা যায়, ধরুন আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন বলে প্ল্যান করছেন ৷ চ্যাট করতে করতে আপনি যদি অ্যালো-এর সার্চ বার-এ গিয়ে @google টাইপ করে ট্রাভেল ডেস্টিনেশন, ফ্লাইট, হোটেল, ট্রাফিক, আবহাওয়া এছাড়া যা যা দরকার সব কিছু ব্যাপারে জানতে পারবেন ৷
এই মুহূর্তে সার্চ ফিচারটি শুধু ইংরাজী ভাষাতে পাওয়া গেলেও আগামী কয়েকমাসের মধ্যে বাকি আঞ্চলিক ভাষাতেও পাওয়া যাবে এই সুবিধা ৷ সার্চের মতো আরও অনেক গুগল প্রোডাক্ট খুব তাড়াতাড়ি পাওয়া যাবে অ্যালো-র অ্যাপসে ৷ বুধবার ভারতে লঞ্চ করলেও আগামী সপ্তাহের মধ্যে গোটা বিশ্বেই মিলবে অ্যালো-র সুবিধা ৷
তবে আর কিসের অপেক্ষা গুগল স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন গুগল অ্যালো অ্যাপ আর মেতে উঠুন চ্যাটিংয়ে ৷
ফোনে কথা বলার চেয়ে চ্যাট করতে অভ্যস্ত জেন ওয়াই ৷ তাদের কাছে গুগল অ্যালো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠবে বলেই আশা গুগলের উচ্চপদস্থ কর্তাদের ৷ অ্যালো-এর আত্মপ্রকাশে জনপ্রিয়তা হারানোর আশঙ্কায় ভুগছে হোয়াটস অ্যাপস, ফেসবুক মেসেঞ্জার ৷