এবার জিমেল নিয়ে এসেছে তাদের নতুন ট্রান্সলেট ফিচার। এই ফিচার ওয়েব ব্রাউজারে কিছুদিন আগেই চালু করা হয়েছিল। এবার iOS এবং Android উভয়ের ক্ষেত্রেই এই ফিচারটি চালু করা হয়েছে। একটি ওয়ার্কস্পেস আপডেটে গুগল ঘোষণা করেছে যে, মোবাইল ডিভাইসে জিমেলের এই নতুন ট্রান্সলেট ফিচার চালু করা হয়েছে।
আরও পড়ুন: Nokia 2660 Flip এবার আসছে দুটি নতুন রঙে! সঙ্গে থাকছে আরও নানা চমক
advertisement
টেক জায়ান্ট কোম্পানি গুগলের তরফে জানানো হয়েছে যে, “অনেকদিন ধরেই আমাদের ইউজাররা খুব সহজে ওয়েবে জিমেলের ই-মেলগুলি ১০০টিরও বেশি ভাষায় অনুবাদ করছেন। আজ থেকে আমরা জিমেল মোবাইল অ্যাপের মধ্যে একটি নেটিভ ট্রান্সলেশন ইন্টিগ্রেশন ঘোষণা করতে পেরে আনন্দিত, যেটি ইউজারদের বিস্তৃত ভাষার মাধ্যমে নির্বিঘ্নে যোগাযোগ রাখতে সক্ষম করবে।”
আরও পড়ুন: WhatsApp নিয়ে এসেছে মাল্টিঅ্যাকাউন্ট ফিচার; দেখে নিন আপনার কী সুবিধা হবে!
এই ফিচারটি ব্যবহার করতে, পপ আপ হওয়া ব্যানারে শুধুমাত্র ট্রান্সলেট অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউজাররা যে ভাষাতে ই-মেল অনুবাদ করতে চান, তা সিলেক্ট করতে হবে। ইউজাররা এই ক্ষেত্রে নিজেদের পছন্দের ভাষা বেছে নিতে পারবেন। সার্চ জায়ান্ট কোম্পানি আরও ইঙ্গিত দিয়েছে যে, iOS এবং Android উভয়ের জন্যই এই ফিচার ইতিমধ্যেই রোল আউট করা শুরু হয়েছে।
যদিও ফিচারটি ফোনে দেখা যাওয়ার ক্ষেত্রে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। অ্যান্ড্রয়েড আপডেটটি ৮ অগাস্ট থেকে তার রোল আউট শুরু করেছে, যেখানে iOS আপডেটটি ২১ অগাস্ট থেকে শুরু হয়েছে৷ তাই অ্যান্ড্রয়েড ইউজাররা iOS ইউজারদের আগে এটি ব্যবহার করার সুযোগ পেতে পারেন৷ এই আপডেটটি সমস্ত ওয়ার্কস্পেস গ্রাহকদের এবং সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্টে অফার করা হবে।