TRENDING:

Gadgets : শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি এই পাঁচ গ্যাজেট! দেখে নেওয়া যাক তালিকা

Last Updated:

5 Best Useful Gadgets for Students: এখন শিক্ষার্থীদের নানা ধরনের গ্যাজেটের প্রয়োজন হয় শেখার জন্য। জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি গ্যাজেটের কথা—

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  স্কুলের পড়াশোনা এখন মাঝপথে। নতুন সেশন শুরু হতে চলেছে কলেজে। এই সময় শিক্ষার্থীদের ব্যস্ততা তুঙ্গে। এখন প্রযুক্তির কল্যাণে পড়াশোনার পদ্ধতিতেও এসে নানা ধরনের পরিবর্তন। আগে পড়াশোনার জন্য প্রয়োজন ছিল শুধু বই-খাতার। কিন্তু এখন শিক্ষার্থীদের নানা ধরনের গ্যাজেটের প্রয়োজন হয় শেখার জন্য। জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি গ্যাজেটের কথা—
advertisement

১. ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য একটি অপরিহার্য গ্যাজেট হয়ে উঠেছে। যদি কোনও শিক্ষার্থীকে কোনও কাজ শেষ করতে হলে একটি ল্যাপটপের সাহায্য নিতে হবেই। তাই ১৫.৬ ইঞ্চির একটি HP Chromebook ল্যাপটপ কিনে নেওয়া যেতে পারে। এর দাম মাত্র ২৮,৯৯৯ টাকা। ১৫.৬ ইঞ্চি HD ডিসপ্লে এবং Intel Celeron N4500 প্রসেসর-সহ এই ল্যাপটপটি একেবারে আদর্শ।

advertisement

২. স্মার্টঘড়িও এখন খুব প্রয়োজন। Arcnics-এর স্মার্ট ওয়াইফাই অ্যালার্ম ঘড়ি ভোরবেলা ঘুম থেকে উঠতে সাহায্য করে। এই অ্যালার্ম ঘড়িতে সাতটি ভিন্ন রঙ এবং সাতটি প্রাকৃতিক শব্দ রয়েছে। পাশাপাশি এই অ্যালার্ম ঘড়িতে ইন-বিল্ট রেডিও এফএমও দেওয়া হয়েছে। এর দাম মাত্র ৩,৯৯৯ টাকা।

আরও পড়ুন: বডি-ওয়াশ মুখে লাগান? এতে কী ক্ষতি হচ্ছে নাকি মুখের ত্বকের জন্য দারুণ ভাল! জানুন

advertisement

৩. পোর্টেবল ফ্যান এখন খুব প্রচলিত একটি গ্যাজেট, যা ভারতের মতো উষ্ণ ও আর্দ্র দেশে প্রয়োজন। নানা কাজে শিক্ষার্থীদের ঘরের বাইরে থাকতে হয় দিনের অনেকটা সময়। সেখানে ফ্যান, কুলার ও এয়ার কন্ডিশনার নেই। সেজন্য একটি মিনি পোর্টেবল ইউএসবি রিচার্জেবল ফ্যান খুব সাহায্য করতে পারে। যেকোনও ই-কমার্স সাইট থেকে ৩০০-৪০০ টাকায় কিনে নেওয়া যেতে পারে।

advertisement

আরও পড়ুন:  সোডিয়াম ল্যাম্প কাজ করত মশা মারারও! কেন আর দেখা যায় না রাস্তায়? জানুন আসল কারণ

৪. বই পড়ার ধরনও বদলে দিয়েছে প্রযুক্তি। কাগজের পৃষ্ঠার বদলে এখন শিক্ষার্থীদের ডিজিটাল বই পড়তেই বেশি স্বচ্ছন্ন। তাই অনলাইনে বই পড়ার জন্য যেকোনও পড়ুয়ার কাছে একটি Kindle থাকা প্রয়োজন। এতে Amazon Prime-এর সদস্যরা বিনামূল্যে ১০০ টিরও বেশি বই পড়তে পারেন। দশম প্রজন্মের Kindle কিনে নেওয়া যেতে পারে মাত্র ৭,৯৯৯টাকায়।

advertisement

আরও পড়ুন: 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫. পড়াশোনার পাশাপাশি শরীর সুস্থ রাখাও জরুরি। সেজন্য প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। Cap2O ইনবিল্ট ইউপি প্রযুক্তি-সহ একটি স্মার্ট জলের বোতল খুবই কার্যকরী। মাত্র ২৪৯৯ টাকায় পাওয়া যায় এই বোতল। নির্মাতা সংস্থার দাবি, এই স্মার্ট বোতলে ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া মারা যায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gadgets : শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি এই পাঁচ গ্যাজেট! দেখে নেওয়া যাক তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল