তবু অনেকে ছবি প্রিন্ট করাতে চান। অনেকেরই আবার দেরি সয় না। তাই তাৎক্ষণিক প্রিন্ট ক্যামেরাও রয়েছে বাজারে। সম্প্রতি Fujifilm ভারতে লঞ্চ করেছে তার নতুন Instax Mini 12 ‘ইনস্ট্যান্ট ক্যামেরা’। Instax Mini 11-এর আপগ্রেডেড ভার্সন হিসাবেই এটি ভারতে লঞ্চ করা হয়েছে।
এতে নতুন প্যাস্টেল শেড এবং অটো এক্সপোজারের মতো ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি এর দামও রাখা হয়েছে ১০ হাজার টাকার নিচে। জেনে নেওয়া যাক এর ফিচার সম্পর্কে—
advertisement
Fujifilm Instax Mini 12 এর দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। গ্রাহকরা এটি Amazon, Flipkart, Nykaa এবং প্রধান প্রধান খুচরো দোকান থেকে কিনতে পারেন। তবে Instax ওয়েবসাইট থেকে বিশেষ ছাড়ে এই ক্যামেরা কেনা যাবে ৭,৪৯৯ টাকায়।
Fujifilm Instax Mini 12-এর স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, প্রথমেই যে ফিচারের কথা বলতে হয় তা অবশ্যই ইনস্ট্যান্ট প্রিন্টিং, অর্থাৎ ছবি ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রিন্ট বের করা যাবে। ক্লে হোয়াইট, লাইলাক, পার্পল, মিন্ট গ্রিন, প্যাস্টেল ব্লু এবং ব্লসম পিঙ্ক রঙের মডেলে পাওয়া যাবে এই ক্যামেরা।
এই নতুন ইনস্ট্যান্ট ক্যামেরার সবচেয়ে হাইলাইটিং ফিচার হল অটো এক্সপোজার। যদিও এটি ইনস্ট্যান্ট ক্যামেরার আগের মডেল থেকে নেওয়া হয়েছে। এই ফিচারটি যে কোনও শটের জন্য প্রয়োজনীয় সঠিক এক্সপোজার নির্ধারণ করে নিতে পারে।
আরও পড়ুন: আন্ড্রয়েডে বিপদ! ৬০টি অ্যাপে রয়েছে ভয়ানক ম্যালওয়্যার, জেনে নিন বিস্তারিত
এই ক্যামেরায় একটি ক্লোজ-আপ মোডও দেওয়া হয়েছে। এই মোড সেলফি এবং ক্লোজ আপ শট জন্য ভাল। আরও ভাল সেলফি তোলার জন্য এতে সেলফি মিরর ফাংশন রয়েছে। এর সঙ্গে পাওয়া যাবে ফ্ল্যাশলাইট সাপোর্টও।
Instax Mini 12-তে একটি ভিউফাইন্ডারও পাওয়া যেতে পারে। এই ক্যামেরাটিতে রয়েছে ২-কম্পোনেন্ট লেন্স এবং ২ AAA ব্যাটারি।