ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য। ওয়াই ফাই জোন অথার্ৎ একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে। এর জেরে বেশ কয়েকটি চ্যানেল তৈরি হয়ে থাকে ৷ পাবলিক ওয়াই ফাই ব্যবহার করলে আপনার সমস্ত তথ্যল দেখতে তৃতীয় ব্যক্তি ৷ ফলে আপনার তথ্য হ্যাক হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে ৷
advertisement
তাই এবার থেকে পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় আরও একটু সাবধান হয়ে যাবেন ৷ কোনও রকম আর্থিক লেনদেন পাবলিক ওয়াই ফাইয়ের মাধ‘মে করা এড়িয়ে যাওয়ায় ভালো ৷ কারণ হ্যাকাররা আপনার ব্যাঙ্কের তথ্য ও পাসওর্য়াড হ্যাক করে অনলাইন লেনদেন করে ফেলতে পারে খুব সহজেই ৷ তাই এবার থেকে অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
Location :
First Published :
May 08, 2017 10:42 AM IST
