TRENDING:

ফ্রি ওয়াই ফাই ব্যবহার করেন ? তাহলে এখনই সাবধান হয়ে যান

Last Updated:

ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শপিং থেকে ব্যাঙ্কিং এখন সমস্ত কিছুই অনলাইনে করার প্রবণতা বেড়ে গিয়েছে মানুষের মধ্যে ৷ এখন সকলের জীবন ইন্টারনেটের উপর এতটাই নির্ভরশীল যে এক মুহূর্তে নেট ছাড়া ভাবাই প্রায় অসম্ভব ৷ বাড়ি, কফি শপ থেকে রেলওয়ে স্টেশন তাই ফ্রি ওয়াই খোঁজা শুরু হয়ে যায় ৷ নিজের ডেটা বাঁচানোর জন্য ও হাই স্পিড ইন্টারনেটের পরিষেবা পেতে তাই ফ্রি ওয়াই ফাই পেলেই আর কিছু না ভেবে তাতে কানেক্ট করে ফেলি আমাদের ফোন ৷ একের পর এক অ্যাপ ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং, ফেসবুক থেকে না জানি আর কত কিছু করতে থাকি ৷ কিন্তু এতে নিজের কত বড় বিপদ ডেকে আনছেন ?
advertisement

ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য। ওয়াই ফাই জোন অথার্ৎ একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে। এর জেরে বেশ কয়েকটি চ্যানেল তৈরি হয়ে থাকে ৷ পাবলিক ওয়াই ফাই ব্যবহার করলে আপনার সমস্ত তথ্যল দেখতে তৃতীয় ব্যক্তি ৷ ফলে আপনার তথ্য হ্যাক হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তাই এবার থেকে পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় আরও একটু সাবধান হয়ে যাবেন ৷ কোনও রকম আর্থিক লেনদেন পাবলিক ওয়াই ফাইয়ের মাধ‘মে করা এড়িয়ে যাওয়ায় ভালো ৷ কারণ হ্যাকাররা আপনার ব্যাঙ্কের তথ্য ও পাসওর্য়াড হ্যাক করে অনলাইন লেনদেন করে ফেলতে পারে খুব সহজেই ৷ তাই এবার থেকে অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফ্রি ওয়াই ফাই ব্যবহার করেন ? তাহলে এখনই সাবধান হয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল