Levono Ideapad L340
Levono-র 9th জেনারেশন, Core i3-র এই ল্যাপটপের বাজারমূল্য ৯৮ হাজার ৩৯০ টাকা। যাতে ২৭ হাজার ৪০০ টাকা ছাড় মিলছে এই সেলে। অর্থাৎ Flipstart-এ Levono Ideapad L340 পাওয়া যাচ্ছে মাত্র ৭০ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই ল্যাপটপ কিনলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক। শুধু এই নয়, যাঁরা ক্যাশে কিনতে পারবেন না, তাঁদের জন্য EMI-এর ব্যবস্থা রয়েছে। এক্সচেঞ্জ অফার মিলছে ১৬ হাজার ৬৫০ টাকা পর্যন্ত।
advertisement
Asus TUF Gaming laptop
9th জেনারেশন, Intel Core i5-র এই ল্যাপটপে মিলছে ২৪ শতাংশ ছাড়। মূল দাম ৮৫ হাজার ৯৯০। Flipstart days সেলে পাওয়া যাচ্ছে ২১ হাজার টাকা কমে। অর্থাৎ ৬৪ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই ল্যাপটপ কিনলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক। Flipkart Buzz ক্রেডিট কার্ড দিয়ে কিনলে মিলছে আরও ৫ শতাংশ ছাড়। এ ক্ষেত্রেও রয়েছে EMI-এর ব্যবস্থা। এক্সচেঞ্জ অফার মিলছে ১৫ হাজার ৬৫০ টাকা পর্যন্ত।
Mi Notebook 14
10th জেনারেশন Intel i5 প্রসেসর দেওয়া Mi Notebook 14-এ মিলছে ৬ হাজার টাকা ছাড়। প্রিন্টেড দাম ৫২ হাজার ৯৯৯ টাকা। Flipstart সেলে মিলছে ৪৬ হাজার ৯৯৯ টাকায়। Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই নোটবুক কিনলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক। একই ভাবে Flipkart Buzz ক্রেডিট কার্ড দিয়ে কিনলে মিলছে ৫ শতাংশ ছাড়। রয়েছে EMI-র অপশন। এক্সচেঞ্জ অফার রয়েছে ১৫ হাজার ৬৫০ টাকা পর্যন্ত।
HP 15s
10th জেনারেশন Intel i5 রয়েছে HP-র এই ল্যাপটপে। ছাড় মিলছে ৭ হাজার ৫৩৮ টাকা। মূল দাম ৫৭ হাজার ২৮ টাকা। Flipstart sale-এ এটি মিলছে ৪৯ হাজার ৪৯০ টাকায়। EMI শুরু হচ্ছে ৫ হাজার ৪৯৯ টাকা থেকে। Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই HP- এই ল্যাপটপ কিনলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক। Flipkart Buzz ক্রেডিট কার্ড দিয়ে কিনলে মিলছে ৫ শতাংশ ছাড়।
HP Pavilion x360
সব শেষে রয়েছে HP-র এই ল্যাপটপ। 10th জেনারেশন Intel i5 রয়েছে এতে। আসল দাম ৭৪ হাজার ৮৭৫ টাকা। ছাড় মিলছে ১২ হাজার ৮৩৫ টাকা। Flipkart-এর এই সেলে মিলছে ৬২ হাজার ৪৯০ টাকায়। অন্যান্য ল্যাপটপগুলির মতোই এই ল্যাপটপটি Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে কিনলে মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক ও Flipkart Buzz ক্রেডিট কার্ড দিয়ে কিনলে মিলবে ৫ শতাংশ ছাড়। রয়েছে EMI-র সুবিধাও।