TRENDING:

Flipkart Big Diwali Sale : জলের দরে সস্তা! ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স, Flipkart-এর 'দিওয়ালি সেল'-এ ধামাকা অফার, কবে থেকে শুরু?

Last Updated:

Flipkart Big Diwali Sale : আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে সবচেয়ে বড় দিওয়ালি সেল ২রা নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ধামাকাদার দিওয়ালি সেল৷ ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই সেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাতে আর মাত্র কয়েকদিন৷ তারপরই দীপাবলি৷ আলোর উৎসবে মাতবে গোটা দেশ। চলতি বছরে নভেম্বর মাসে পড়েছে কালীপুজো৷ আর দীপাবলির আগে বড় ঘোষণা করল ফ্লিপকার্টে ৷ আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে সবচেয়ে বড় দিওয়ালি সেল ২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ধামাকাদার দিওয়ালি সেল৷ ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই সেল ৷
Flipkart-এর 'দিওয়ালি সেল'-এ ধামাকা অফার
Flipkart-এর 'দিওয়ালি সেল'-এ ধামাকা অফার
advertisement

ইলেকট্রনিক গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিক্স,মুদি, রান্নাঘরের আইটেম, বাচ্চাদের পোশাক সহ প্রায় প্রতিটি সেকশনেই দুর্দান্ত ছাড় দেবে ফ্লিপকার্ট। জলের দরে জিনিস কিনতে পারবেন এই সেলে৷ এসবিআই কার্ডের মাধ্যমে ১০% ছাড় পাওয়া যাবে। আরও জানা গেছে যে ফ্লিপকার্টের এই সেলে ৬০% পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এখান থেকে Motorola-এর 4K স্মার্ট টিভি ৯,৮৯৯ টাকা থেকে শুরু হবে। এছাড়া ওয়াশিং মেশিনেও দেওয়া হচ্ছে বিশাল ছাড়।

advertisement

আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী

ফ্লিপকার্টের এই সেল থেকে মাত্র ৬,৪৯০ টাকা থেকে ওয়াশিং মেশিন কিনতে পারবেন গ্রাহকরা। দিওয়ালি সেল থেকে খুব কম দামে সাউন্ডবারও কেনা যাবে। গ্রাহকরা মাত্র ৩,৪৯৯ টাকা থেকে সাউন্ডবার কিনতে পারবেন। এছাড়াও মাত্র ৮৪৯ টাকা থেকে গ্রুমিং কিটও পাওয়া যাবে এই আকর্ষণীয় সেলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Canon, HP, Espon-এর মতো প্রিন্টারও পাওয়া যাবে মাত্র ২,২৯৯ টাকায়৷ এছাড়াও ৭,৯৯৯ টাকা থেকে Realme ট্যাবলেট কিনতে পারবেন গ্রাহকরা। এখানেই শেষ নয়, মাত্র ২৯৯ টাকাতেও কেনাকাটা করতে পারবেন। ক্যামেরায় সেরা ডিলও দেওয়া হচ্ছে ফ্লিপকার্টের এই সেলে৷ রেফ্রিজারেটার কেনার থাকলে এটাই কেনার সেরা সময়৷ এই সেলেই খুব কম দামে কিনতে পারবেন পছন্দের ফ্রিজ । মাত্র ৯,৭৯০ টাকা প্রারম্ভিক মূল্যে Samsung এর মতো একটি ব্র্যান্ডের ফ্রিজও কিনতে পারেন। গরম শেষ শীত আসছে, এই মরশুমে সস্তায় এয়ার কন্ডিশনার কিনতে চাইলে প্রতি মাসে ২,৪৯৯ টাকার ইএমআই-এ Flipkart থেকে Split AC কিনতে পারেন। ফ্লিপকার্টের এই সেল ৭০% পর্যন্ত ছাড়ে হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন গ্রাহকরা ।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart Big Diwali Sale : জলের দরে সস্তা! ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স, Flipkart-এর 'দিওয়ালি সেল'-এ ধামাকা অফার, কবে থেকে শুরু?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল