TRENDING:

Microsoft Surface Laptop: সময় লাগল না ফাঁস হতে, এক নজরে দেখে নিন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ স্টুডিও ২-এর ফিচার

Last Updated:

মাইক্রোসফটের এই নতুন সারফেস ল্যাপটপের বেশ কিছু ফিচার ফাঁস হলেও, কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাইক্রোসফট: নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মাইক্রোসফটের ইভেন্ট। এই ইভেন্টের দিকে অনেকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। কারণ নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা মাইক্রোসফটের ইভেন্টে নতুন সারফেস ডিভাইসগুলি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। গুজব রয়েছে যে, টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট Surface Laptop Studio 2 এবং Surface Laptop Go 3-এর পাশাপাশি Surface Go 4 লঞ্চ করতে পারে। এর মধ্যেই মাইক্রোসফটের এই সারফেস ডিভাইসগুলির বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে।মাইক্রোসফটের এই নতুন সারফেস ল্যাপটপের বেশ কিছু ফিচার ফাঁস হলেও, কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।
advertisement

নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা মাইক্রোসফটের ইভেন্টে এই নতুন সারফেস ল্যাপটপ লঞ্চ করা হতে পারে। লঞ্চের মাত্র কয়েক দিন আগে জার্মান ব্লগ WinFuture-এর একটি প্রতিবেদনে সারফেস ল্যাপটপ স্টুডিও ২ হার্ডওয়্যারের ক্ষেত্রে কী অফার করে তার উপর আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে এর পূর্বসূরির মতোই আসন্ন ডিভাইসটিতে ১২০Hz এবং ২৪০০ x ১৬০০ রেজোলিউশনের রিফ্রেশ রেট সহ একটি ১৪.৪ ইঞ্চি স্ক্রিন থাকতে পারে।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফট এজ বন্ধ করে দিতে চলেছে ওয়েব সিলেক্ট ফিচার! আদৌ অসুবিধায় পড়বেন কি ইউজাররা?

এছাড়াও জানা গিয়েছে যে, Microsoft Surface Laptop 2-এর গ্রাহকরা Core i7-13700H এবং Core i7-13800H অপশনের মধ্যে বেছে নিতে পারবেন। ইউজারদের দ্রুত রিক্যাপ দিতে, উভয় প্রসেসরেই ১৪টি কোর এবং ২০টি থ্রেড থাকতে পারে। গ্রাফিক্সের জন্য ইউজাররা Nvidia GeForce RTX 4050 বা RTX 4060 অপশন বেছে নিতে পারেন। যাঁদের GPU পাওয়ার দরকার নেই তাঁরা সারফেস ল্যাপটপ স্টুডিও ২-এর বেস ভ্যারিয়েন্ট ক্রয় করতে পারেন, যা ইনটেলের সমন্বিত Iris Xe GPU দ্বারা চালিত হবে।

advertisement

আরও পড়ুন: গুগল ভয়েস এবার সতর্ক করবে স্প্যাম টেক্সটের ব্যাপারে! সুবিধা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএসে

প্রতিবেদনে বলা হয়েছে যে, মাইক্রোসফট সর্বোচ্চ মেোমরিকে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাম্প করতে পারে, যা সারফেস ল্যাপটপ স্টুডিওর অফারটির দ্বিগুণ। কিছু অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে মাইক্রোএসডি কার্ড এবং একটি ইউএসবি টাইপ-এর সমর্থন। সারফেস ল্যাপটপ স্টুডিও ২ একটি ৫৮Wh ব্যাটারি সহ আসতে পারে বলে আশা করা হচ্ছে যা একক চার্জে ১৯ ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। মনে করা হচ্ছে মাইক্রোসফট কিছু রঙের বিকল্প যুক্ত করছে। কিন্তু, বাহ্যিক নকশা একই রয়ে গিয়েছে।

advertisement

এর বেস মডেলের দাম হতে পারে ২২৪৯ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা। এই দাম সহ এই ডিভাইসটি ৩ অক্টোবর থেকে বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Microsoft Surface Laptop: সময় লাগল না ফাঁস হতে, এক নজরে দেখে নিন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ স্টুডিও ২-এর ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল