গত দশকে একটা সময় মোবাইল ফোনের দাপটে ক্রমশ কমে যাচ্ছিল হাত ঘড়ির চল। কেতাদুরস্থ মানুষও আর তেমন প্রয়োজন অনুভব করতেন না কবজিতে ঘড়ি বেঁধে নেওয়ার। কিন্তু চলতি দশকে ঘড়ির প্রত্যাবর্তন ঘটেছে। কারণ যুগের প্রয়োজনে কবজির ঘড়ি নিজেকে আরও অনেকটা আধুনিক করে তুলেছে। শুধু কালের নিরিখ মেপে চলা আর তার একমাত্র কাজ নয়। বরং মানুষকে নানা ভাবে সাহায্য করাই দস্তুর।
advertisement
আরও পড়ুন- স্মার্টফোন ব্যাটারি ১০০ পার্সেন্ট চার্জ করেন? কী মারাত্মক ভুল করছেন জেনে নিন
নানা সংস্থা স্মার্টঘড়ি এনেছে বাজারে। এ বার Fastrack-ও ভারতে তার স্মার্টওয়াচ পোর্টফোলিও প্রসারিত করতে আনছে নতুন ঘড়ি। Reflex Beat+ লঞ্চ করেছে সংস্থাটি। এটি একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচ। এই ঘড়িটিতে রয়েছে ৬০Hz রিফ্রেশ রেট-সহ একটি ১.৬৯-ইঞ্চি UltraVu ডিসপ্লে।
Fastrack Reflex Beat+ এর দাম রাখা হয়েছে ১,৪৯৪ টাকা। তবে এই দাম বিশেষ ছাড়ে রয়েছে। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ এই ঘড়ি পাওয়া যাবে এই বিশেষ দামে। এই স্মার্টওয়াচটি পাওয়া যাবে নানা রঙে—লটে, লাল, কালো, সবুজ এবং টিল।
Fastrack Reflex Beat+ এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে রয়েছে ১.৬৯-ইঞ্চি UltraVu ডিসপ্লে। এর সাথে এই স্মার্টওয়াচে ৬০টি স্পোর্টস মোডও দেওয়া হয়েছে।
স্বাস্থ্যের কথা মাথায় রেখে এতে হার্ট রেট মনিটর, ফিমেল হেলথ ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার এবং এসপিও২ মনিটর দেওয়া হয়েছে। ঘড়িটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটযুক্ত।
আরও পড়ুন- ঠান্ডা হলেই ফ্রিজ বন্ধ? আপনার ভুলের জন্যই ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে না তো?
Fastrack Reflex Beat+ স্মার্টওয়াচটিতে ১০০-টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। এর সঙ্গে ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক কন্ট্রোলের ফিচারও দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা নোটিফিকেশন অ্যালার্ট পাবেন। সেই সঙ্গে কল রিজেক্ট করার সুবিধাও থাকবে।
ব্যবহারকারীরা এই নতুন ঘড়িতে আবহাওয়ার রিপোর্টও পাবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা হবে বলে দাবি করেছে সংস্থাটি। এই ঘড়িটি রিফ্লেক্স অ্যাপের সঙ্গে যুক্ত করা যেতে পারে।